রাজধানীর মগবাজার ফ্লাইওভারে পরিত্যক্ত ব্যাগ থেকে এক নারীর হাত ও পা উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে এই হাত-পা উদ্ধার করা হয়।
রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ‘মগবাজার ফ্লাইওভার থেকে পরিত্যক্ত ব্যাগ থেকে দুটি পা ও একটি হাত উদ্ধার করা হয়। উদ্ধার করা হাতে চুড়ি আছে। তাই ধারণা করা হচ্ছে এটি কোনো নারীর হাত ও পা।’
তিনি বলেন, উদ্ধার হাত ও পা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


























