০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

শাকিব খান নামটি সোহান ভাইয়ের দেওয়া

মারা গেছেন দেশের খ্যাতিমান নির্মাতা সোহানুর রহমান সোহান। তার হাত ধরেই ফিল্মি দুনিয়ায় এসেছেন সালমান শাহ ও মৌসুমী। শাকিব খানের নামটিও তারই দেওয়া। আকস্মিক প্রয়াণে মাসুদ রানা ওরফে শাকিব খান স্মৃতিচারণা করলেন প্রয়াত এই নির্মাতাকে নিয়ে।

শাকিব খান বলেন, ‘এই তো কয়েক দিন আগেও সোহান ভাইয়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হচ্ছিল। বলছিলেন, তিনি অসুস্থ, উন্নত চিকিৎসা নিতে জাপান যাবেন। কিন্তু আজ সন্ধ্যায় হঠাৎ করে খবরটি পেয়ে আঁতকে উঠলাম! জানলাম, ভাবির মৃত্যুর এক দিন পরেই সোহান ভাইও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…’

তার নামটিও সোহানুর রহমান সোহান দিয়েছেন উল্লেখ করে বলেন, ‘আমার এই শাকিব খান নামটি সোহান ভাইয়ের দেওয়া।

সত্যি কথা বলতে, তার সম্পর্কে কিছু বলার বা লেখার ভাষা হারিয়ে ফেলেছি। ভাবি এবং সোহান ভাইকে মহান আল্লাহ পরপারে শান্তিতে রাখুন।’

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ক্ষুদে মেসির  দায়িত্ব নিলেন তারেক রহমান

শাকিব খান নামটি সোহান ভাইয়ের দেওয়া

প্রকাশিত : ০৫:৫০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

মারা গেছেন দেশের খ্যাতিমান নির্মাতা সোহানুর রহমান সোহান। তার হাত ধরেই ফিল্মি দুনিয়ায় এসেছেন সালমান শাহ ও মৌসুমী। শাকিব খানের নামটিও তারই দেওয়া। আকস্মিক প্রয়াণে মাসুদ রানা ওরফে শাকিব খান স্মৃতিচারণা করলেন প্রয়াত এই নির্মাতাকে নিয়ে।

শাকিব খান বলেন, ‘এই তো কয়েক দিন আগেও সোহান ভাইয়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হচ্ছিল। বলছিলেন, তিনি অসুস্থ, উন্নত চিকিৎসা নিতে জাপান যাবেন। কিন্তু আজ সন্ধ্যায় হঠাৎ করে খবরটি পেয়ে আঁতকে উঠলাম! জানলাম, ভাবির মৃত্যুর এক দিন পরেই সোহান ভাইও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…’

তার নামটিও সোহানুর রহমান সোহান দিয়েছেন উল্লেখ করে বলেন, ‘আমার এই শাকিব খান নামটি সোহান ভাইয়ের দেওয়া।

সত্যি কথা বলতে, তার সম্পর্কে কিছু বলার বা লেখার ভাষা হারিয়ে ফেলেছি। ভাবি এবং সোহান ভাইকে মহান আল্লাহ পরপারে শান্তিতে রাখুন।’

বিজনেস বাংলাদেশ/ বিএইচ