নবাবগঞ্জে মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে দেলোয়ার হোসেন (১৭) নামে এক দশম শ্রেণির ছাত্র আত্মহত্যা করেছেন।
পুলিশ সূত্রে জানাগেছে রোববার( ১৭ সেপ্টেম্বর) ভোরবেলা উপজেলার মাহামুদপুর ইউনিয়নের ঢাকোপাড়া গ্রামে এই দূর্ঘটনাটা ঘটে। নিহত দেলোয়ার ঢাকোপাড়া গ্রামের সিকান্দারের ছেলে।
স্থানীয়রা জানান, দেলোয়ার হোসেন এস এস সি পরিক্ষায় পাশ না করায় মানসিক সমস্যায় ভুগছিলেন, তার বাবা-মা বিভিন্ন সময় তাকে গালিগালাজ করতেন এবং পুনরায় পড়ালেখা করতে বলতেন। এ গুলো বিষয় নিয়ে দেলোয়ার হোসেন সব সময় নিজ ঘরে শুয়ে-বসে থাকার একপর্যায়ে রাতে নিজ ঘরের তীরের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরাহা রিপোর্ট তৈরি করার পরে, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম তাওহীদ।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















