ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি। বিভিন্ন সময় ব্যক্তিজীবন ও চলচ্চিত্র নিয়ে আলোচনায় এসেছেন তিনি। আজ ২৪ অক্টোবর এই আলোচিত নায়িকার জন্মদিন। বিগত বছরগুলোয় জীবনের বিশেষ এই দিনটি বেশ জাঁকজমক আয়োজনে উদযাপন করেছেন এই অভিনেত্রী।
এদিকে এবার জন্মদিনের ক’দিন আগে থেকে নানা মাধ্যমে দেখা যাচ্ছে, এ বছরের জন্মদিন ঝলমলে আয়োজন উদযাপন করবেন পরীমণি। কিন্তু কী কারণে এভাবে রঙহীন বিশেষ দিনটি পালন করবেন, সে কথা সেভাবে জানা যায়নি এতদিন। তবে এবার জানা গেল তা।
এ অভিনেত্রী জন্মদিন নিয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সোমবার (২৩ অক্টোবর)। পরীমণি বলেন, জন্মদিন আমার জন্য বরাবরই একটি বিশেষ ও আনন্দের দিন। প্রতি বছরই নানার হাত ধরে জন্মদিনের কেক কেটে আসছি আমি। আমার নানাই হচ্ছে বাবা-মা, সবকিছু।
তিনি আরও বলেন, এবার আমার সেই নানা হাসপাতালে। তার ছোট্ট একটা অস্ত্রোপচার হয়েছে। সে ১১ দিন ধরে হাসপাতালে। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে জন্মদিনের উৎসবে অংশ নিতে পারবেন না নানা। তাই এবার জন্মদিন জাঁকজমকভাবে করতে চাই না।
জন্মদিনে জাঁকজমক আয়োজন না থাকলেও কেক কাটা হবে, সে কথা জানিয়েছেন তিনি। বলেন, হয়তো বাসা ও শুটিং লোকেশনে ঘরোয়াভাবে কেক কাটব। আর নানা সুস্থ হয়ে বাসায় ফেরার পর সবার সঙ্গে ওই আনন্দটা ভাগ করতে চাই।