১২:১৮ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরবেন রাষ্ট্রপতি

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আগামী বুধবার দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (৩০ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ সকালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির শারীরিক অবস্থার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা রাষ্ট্রপতির শারীরিক সুস্থতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

সার্জারি পরবর্তী রাষ্ট্রপতির চিকিৎসা ও শারীরিক অবস্থা পর্যালোচনার লক্ষ্যে গঠিত চিকিৎসকদের এক বোর্ড সভায় বিভিন্ন রিপোর্ট ও শারীরিক অবস্থা বিবেচনা করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী বুধবারের মধ্যেই বিমানে ভ্রমণ করতে পারবেন বলে মত দেন।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।

বিজনেস বাংলাদেশ/একে

চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরবেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৪:৪৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আগামী বুধবার দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (৩০ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ সকালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির শারীরিক অবস্থার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা রাষ্ট্রপতির শারীরিক সুস্থতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

সার্জারি পরবর্তী রাষ্ট্রপতির চিকিৎসা ও শারীরিক অবস্থা পর্যালোচনার লক্ষ্যে গঠিত চিকিৎসকদের এক বোর্ড সভায় বিভিন্ন রিপোর্ট ও শারীরিক অবস্থা বিবেচনা করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী বুধবারের মধ্যেই বিমানে ভ্রমণ করতে পারবেন বলে মত দেন।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।

বিজনেস বাংলাদেশ/একে