রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় তৈয়বিয়া মাইজ ভান্ডারিয়া খানকা শরিফে অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের অভিযোগে ১১ জনকে আটক করেছে র্যাব। এ সময় মাটির নীচে, টয়লেটের ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা, ফেনসিডিল উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৩ এর মেজর মারুফ আব্দুল্লাহ।
তিনি জানান, দীর্ঘদিন থেকে আটককৃতরা দক্ষিণ বনশ্রীর জি ব্লকের ৬ নম্বর মাঠের সরকারি জায়গা দখল করে টিনের ঘর বানিয়ে তৈয়বিয়া মাইজভান্ডারি খানকা শরীফ, বাংলাদেশ মাইজ ভান্ডারি ফোরামের ব্যানার লাগিয়ে মাদক কেনাবেচা করতো।
তিনি আরো জানান, প্রায় ১৪ কাঠার এই সরকারি জায়গা তারা ২০ বছর ধরে অবৈধভাবে দখল করেছিল। অভিযানের সময় তাদের কাছে জায়গার কাগজ দেখতে চাওয়া হলে তারা দেখাতে পারেনি। পরে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে।


























