নির্দলীয় সরকারের দাবি এবং দলের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা দ্বিতীয় দফার সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দাঁড়িয়ে থাকা এক যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৬ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার চাতরী চৌমহনী বাজারের ট্রাফিক পুলিশ বক্সের পাশে পার্কিং করা চট্ট মেট্রো-জ ১১-০৭২৩ নাম্বারে বাসটিতে আগুন দেওয়া হয়।
জানা যায়, বাসটির মালিক কর্ণফুলী উপজেলার ২নং বড় উঠান ইউনিয়নের শাহ মিরপুর গ্রামের নুর জাফরের পুত্র নাঈম উদ্দিন এবং বাসটির চালক হলেন আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের মোঃ বশর।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে চাতরী চৌমহনী বাজারের মসজিদের পাশে বাসটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ কয়েকজন এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় মসজিদের মুসল্লিরা ফায়ার সার্ভিসকে খবর দিয়ে তারা এসে আগুন নেভায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বাসটি নিয়ে যায়।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাতুল হাসান বলেন, ভোর ৫টা ৫মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ২০-২৫ মিনিট চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মদ বলেন, ভোরে দুর্বৃত্তরা হঠাৎ একটি বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্তের কাজ চলছে। এঘটনায় থানায় মামলা হবে।