সারা দেশে ১০ ঘণ্টায় ৯টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ৮টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা মোট ৯টি বাসে আগুন দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এসব অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯টি ইউনিট ও ১৯৩ জন জনবল কাজ করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, সবচেয়ে বেশি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ঢাকা মহানগরীতে। বিগত ১০ ঘণ্টায় ঢাকা মহানগরীতে অন্তত সাতটি বাসে আগুন দেওয়া হয়েছে।
রাজধানীর আরামবাগে নটর ডেম কলেজের সামনে একটি, গাবতলী বাস স্ট্যান্ডের সামনে একটি, গুলিস্তান স্কয়ার মার্কেটের সামনে একটি, যাত্রাবাড়ী চৌরাস্তায় ১ একটি, মিরপুর-১৪-এর কাফরুল থানার সামনে একটি, রূপনগর থানার সামনে একটি ও সূত্রাপুরে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ছাড়া গাজীপুর মহানগরীর যোগীতলায় একটি পিকআপ ভ্যানে ও বরিশাল বিভাগীয় পুলিশ কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি