রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৯৩ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত চালিয়ে তাদের আটক করা হয়।
শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৩ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২২ হাজার ৪৪৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৬১ গ্রাম ৮৫৪ পুরিয়া হেরোইন, দুই কেজি ৮৬৫ গ্রাম গাঁজা ও ৪৭টি চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।


























