০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ায় কনটেইনারবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের আপলাইনে ট্রেন চলাচল আপাতত ব্যাহত হচ্ছে। এদিকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস পাগাচং স্টেশনে আটকে আছে। বিকল্প লাইনে ট্রেন চালানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্টেশনে কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান।

সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান বলেন, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ৬০৭ নম্বর কনটেইনার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাওয়ার পথে ৩ নম্বর লাইনে পেছন দিকের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, লাইনচ্যুতির কারণে রেললাইনের পাত বাঁকা হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারে রিলিফ ট্রেন আসার জন্য আখাউড়া রেলওয়ে জংশনে খবর দেওয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

ট্যাগ :

রামগঞ্জে হতদরিদ্র হৃদয়ের স্বপ্ন পুরন করবে স্মার্ট জহির

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

প্রকাশিত : ১২:০২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় কনটেইনারবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের আপলাইনে ট্রেন চলাচল আপাতত ব্যাহত হচ্ছে। এদিকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস পাগাচং স্টেশনে আটকে আছে। বিকল্প লাইনে ট্রেন চালানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্টেশনে কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান।

সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান বলেন, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ৬০৭ নম্বর কনটেইনার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাওয়ার পথে ৩ নম্বর লাইনে পেছন দিকের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, লাইনচ্যুতির কারণে রেললাইনের পাত বাঁকা হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারে রিলিফ ট্রেন আসার জন্য আখাউড়া রেলওয়ে জংশনে খবর দেওয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি