রাজধানীর সবুজবাগে চোরের ছুরিকাঘাতে রাহাত মিয়া (২৬) নামে এক যুককের মৃত্যু হয়েছে। চোরকে ধাওয়া করতে গিয়ে শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাহাত সবুজবাগ মাদারটেক চৌরাস্তা এলাকার বাবুল মিয়ার একমাত্র ছেলে।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাতে মাদারটেকের নতুন রাস্তা এলাকার একটি বাসায় চোর ঢুকলে লোকজন তাকে ধাওয়া দেয়। চোর পালিয়ে যাওয়ার সময় রাহাত মিয়াকে সামনে পেয়ে ছুরিকাঘাত করে।পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলে (ঢামেক) হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর ৫টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।


























