রাজধানীর ডেমরা থানার বাঁশেরপুর এলাকায় বাস-লেগুনা সংঘর্ষে লেগুনার তিন যাত্রী নিহত হয়েছেন। দুইজন গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ডেমরা থানার পরিদর্শক সুব্রত পোদ্দার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, লেগুনাতে ১২-১৩ জন যাত্রী ছিলো বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। আমরা গুরুতর আহত পাঁচজনকে ঢামেক হাসপাতালে পাঠিয়েছি। ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন।
আরো দুইজনের অবস্থা গুরুতর। বাকিদের কোথায় নেওয়া হয়েছে সে খবর নেওয়া হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি