দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ নওগাঁ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন।
আজ সোমবার বেলা ১১ ঘটিকার সময় নওগাঁ জেলার নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁর জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা নওগাঁর ৬ টি সংসদীয় আসনের ২৮ জন বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।
প্রতীক বরাদ্দ পাবার পর নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছি আমার মার্কা ট্রাক। আগামী ৭ জানুয়ারি নওগাঁর মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোটে অংশগ্রহণ করে আমার ট্রাক প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন পৌর লীগ সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ। দলীয় মনোনয়ন না পাওয়ায় সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন তিনি।
নির্বাচনের প্রচার-প্রচারণায় আজ সোমবার (১৮ ডিসেম্বর) থেকেই নেমে পড়বেন প্রার্থীরা। আজ সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করছেন। প্রতীক নেয়ার পর থেকেই ভোটের মাঠে পুরোদমে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তবে সব প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি মেনে চলতে হবে।
বিজনেস বাংলাদেশ/একে




















