০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

গুরুদাসপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারপিটের ঘটনায় নৌকার সমর্থক আটক

নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগে জেকের আলী নামের এক নৌকার সমর্থককে গ্রেফতার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে তাকে নাটোর কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে ভুক্তভোগি নাজিরপুর ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন বাদী হয়ে রোববার(১৭ ডিসেম্বর) ঘটনার দিন রাতেই ৮ জনকে আসামী করে গুরুদাসপুর থানায় মামলা করেন তিনি।

ভুক্তভোগি জানান, ‘ রোববার সন্ধায় নাজিরপুর বাজারে স্বতন্ত্র প্রার্থী শোভনের সমর্থনে একটি মিটিংয়ে যাচ্ছিলাম। নাজিরপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছা মাত্রই নৌকা সমর্থিত আলামিন, আলম, জাহাঙ্গীর,জেকেরসহ ১০ থেকে ১৫ জন লোকজন আমাকে কাঠের বাটাম দিয়ে এলো পাথারী মারপিট শুরু করে পরে আমার ডাক চিৎকারে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে গুরুদাসপুর স্ব্যাস্থ কমপ্লেক্সে ভর্তি করে।

এবিষয়ে নাজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শওকত রানা লাবু বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সতন্ত্র প্রার্থী শোভনের পক্ষে নাজিরপুর বাজারের একটি কক্ষে তাদের কর্মী সভা ছিলো। সেই কর্মী সভায় জালাল শাহ অংশ নিতে আসছিলেন। পথিমধ্যে নাজিরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় গেটের সামনে পৌছালে পূর্ব পরিকল্পনা মোতাবেক বর্তমান নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সমর্থকরা তাকে মারধর করে। এ অবস্থা চলতে থাকলে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে উপস্থিতি কমে যেতে পারে। এব্যাপারে প্রশাসনসহ কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেন তিনি।

এবিষয়ে উপজেলা রির্টানিং কর্মকর্তা ও গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন, ঘটনা পর্যবেক্ষণ করে দ্রæত ব্যাবস্থা নেওয়া হবে।নির্বাচনী আচরণ বিধি লংঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ উজ্জল হোসেন জানান,‘ এব্যাপারে একটি মামলা হয়েছে এবং ওই রাতেই জেকের আলী নামের একজনকে আটক করা হয়েছে। বাঁকি আসামীদের আটকের চেষ্টা চলছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

গুরুদাসপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারপিটের ঘটনায় নৌকার সমর্থক আটক

প্রকাশিত : ০৬:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগে জেকের আলী নামের এক নৌকার সমর্থককে গ্রেফতার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে তাকে নাটোর কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে ভুক্তভোগি নাজিরপুর ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন বাদী হয়ে রোববার(১৭ ডিসেম্বর) ঘটনার দিন রাতেই ৮ জনকে আসামী করে গুরুদাসপুর থানায় মামলা করেন তিনি।

ভুক্তভোগি জানান, ‘ রোববার সন্ধায় নাজিরপুর বাজারে স্বতন্ত্র প্রার্থী শোভনের সমর্থনে একটি মিটিংয়ে যাচ্ছিলাম। নাজিরপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছা মাত্রই নৌকা সমর্থিত আলামিন, আলম, জাহাঙ্গীর,জেকেরসহ ১০ থেকে ১৫ জন লোকজন আমাকে কাঠের বাটাম দিয়ে এলো পাথারী মারপিট শুরু করে পরে আমার ডাক চিৎকারে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে গুরুদাসপুর স্ব্যাস্থ কমপ্লেক্সে ভর্তি করে।

এবিষয়ে নাজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শওকত রানা লাবু বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সতন্ত্র প্রার্থী শোভনের পক্ষে নাজিরপুর বাজারের একটি কক্ষে তাদের কর্মী সভা ছিলো। সেই কর্মী সভায় জালাল শাহ অংশ নিতে আসছিলেন। পথিমধ্যে নাজিরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় গেটের সামনে পৌছালে পূর্ব পরিকল্পনা মোতাবেক বর্তমান নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সমর্থকরা তাকে মারধর করে। এ অবস্থা চলতে থাকলে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে উপস্থিতি কমে যেতে পারে। এব্যাপারে প্রশাসনসহ কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেন তিনি।

এবিষয়ে উপজেলা রির্টানিং কর্মকর্তা ও গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন, ঘটনা পর্যবেক্ষণ করে দ্রæত ব্যাবস্থা নেওয়া হবে।নির্বাচনী আচরণ বিধি লংঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ উজ্জল হোসেন জানান,‘ এব্যাপারে একটি মামলা হয়েছে এবং ওই রাতেই জেকের আলী নামের একজনকে আটক করা হয়েছে। বাঁকি আসামীদের আটকের চেষ্টা চলছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ