গানের মঞ্চ থেকে নির্বাচনের মাঠে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী। ব্যালট যুদ্ধে জয়ী হতে নিজ নির্বাচনী এলাকায় নোঙ্গর প্রতীকে ভোট চাইছেন তিনি। লিফলেট বা প্রচারপত্র হাতে ঘুরে বেড়াচ্ছেন সুজানগরের বিভিন্ন এলাকার মানুষের দ্বারে দ্বারে। প্রত্যাশা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনমের পক্ষে সাধারণ মানুষের ভোটে কাঙ্ক্ষিত বিজয় অর্জন।
শনিবার (২৩ ডিসেম্বর) সুজানগরের দুলাই, চর দুলাই, চর চিনাখড়া, জোড় পুকুরিয়া ও আশেপাশের গ্রামগুলোতে ঘুরে ঘুরে চেয়েছেন ভোট। কামনা করেছেন সাধারণ মানুষের দোয়া। এদিকে পছন্দের প্রার্থীকে কাছে পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন কর্মী সমর্থক ও সাধারণ মানুষেরা। ভোট দেবেন বলেও আশ্বাসও দিয়েছেন তারা।
চর চিনাখড়া এলাকার সমেজান খাতুন বলেন, আমাদের মেয়ে আমাদের কাছে ফিরে আসছে, এবার নির্বাচনে আমরা তাকেই এমপি করতে চাই। এছাড়াও দুলাই বাজারের সানজিদা শুক্তি, নুরজাহান খাতুন শিল্পী বলেন, আমরা ছোট থেকেই তার জনপ্রিয় গান শুনে বড় হয়েছি, আমরা তার ভক্ত যেহেতু আমাদের পছন্দের তারকা নির্বাচনে দাড়িয়েছেন আমরা তাকেই এমপি হিসেবে দেখতে চাই।
কথা হয় চড় দুলাই এলাকার গোকুল মিয়া, কামরুল ইসলাম, জহুরুল ইসলামের সাথে তারা জানান, জনপ্রিয় শিল্পী ডলী সায়ন্তনীর গান আমরা অনেক শুনেছি কিন্তু বাস্তবে এই প্রথম তাকে দেখলাম, তিনি প্রার্থী হওয়ায় এলাকায় উৎসব মুখোর পরিবেশ বিরাজ করছে। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে তাকেই এমপি হিসেবে দেখতে চান বলে জানান এলাকার সাধারণ মানুষ।
এব্যাপারে ডলি সায়ন্তনী বলেন, আমাকে তারা মেয়ে হিসেবে গ্রহণ করেছে এবং আমাকে তারা আপন করে নিয়েছে। আমি তাদের জন্য কাজ করতে চাই এবং আমি সারাজীবন সাধারণ মানুষের সেবা করতে চাই। তিনি আরও বলেন, আমাকে সংসদ নির্বাচিত করলে, আমি আমার এলাকার স্কুল-কলেজ, রাস্তাঘাটের উন্নয়ন করতে চাই। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য ভালো হাসপাতাল নির্মাণ করাসহ সাধারণ মানুষের সেবা করে যেতে চাই।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি