দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে নওগাঁ জেলার প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।
রবিবার ২৪ ডিসেম্বর সকাল ১০:০০ ঘটিকায় নওগাঁর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ গোলাম মওলা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন এর নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় নির্বাচন কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আনিছুর রহমান, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।
স্বাগত বক্তব্যে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন সুষ্ঠ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য আমরা প্রিজাইডিং অফিসারদের সাথে আজ মতবিনিময় করছি।
বিজনেস বাংলাদেশ/একে




















