দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে নওগাঁ জেলার প্রিজাইডিং অফিসার ও নওগাঁর ছয়টি আসনের ৩৪ জন সংসদ সদস্য পদপ্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।
রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকা হতে দুপুর ১:০০ টা পর্যন্ত নওগাঁর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ গোলাম মওলা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন এর নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় নির্বাচন কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আনিছুর রহমান, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ সুন্দর একটি নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করছে। ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে পারবে। গণমাধ্যম থাকবে মুক্ত সাংবাদিকরা সঠিকভাবে সংবাদ পরিবেশন করতে পারবে। আমাদের নির্বাচনী অনুসন্ধান টিম মাঠ পর্যায়ে কাজ করছে যদি কোথাও কোন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা হয় তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবে অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি




















