০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

নায়কের জন্য ভোট চাইলেন খলনায়ক মিশা সওদাগর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদের পক্ষে ভোট চেয়েছেন খলনায়ক মিশর সওদাগর।
রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর হাজারীবাগের টালী মোড় থেকে নৌকার পক্ষে প্রচারণা শুরু করেন মিশা সওদাগর। পরে সুলতানগঞ্জ রোড, রায়েরবাজার এলাকায় প্রচারণা চালান তিনি। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেরদৌসের পক্ষে নৌকায় ভোট চেয়ে মিশা সওদাগর ভোটারদের উদ্দেশে বলেন, ‘ফেরদৌস আমার ছোট ভাই। তিনি খুবই ভালো মানুষ। তাকে ভোট দিয়েন, আপনাদের উন্নয়ন হবে।’

এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘ফেরদৌসের চলচ্চিত্র জীবনের শুরুর সিনেমায় আমি ছিলাম। তার সর্বশেষ ছবিতেও আমরা এক সঙ্গে অভিনয় করেছি। তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। শুধু আমার সঙ্গে নয়, চলচ্চিত্র অঙ্গনের প্রত্যেকের সঙ্গে ফেরদৌসের খুব ভালো সম্পর্ক। এজন্যই আমি তার পক্ষে ভোট চাইতে এসেছি। আমার দৃঢ় বিশ্বাস তিনি এমপি হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করে যাবেন। সাধারণ মানুষ উপকৃত হবে।’

তিনি আরও বলেন, ‘ফেরদৌস এমন একজন অভিনেতা যার জীবনে কোনো স্ক্যান্ডাল নেই। কখনো কোনো বেফাস মন্তব্য করেননি তার অনেক ধৈর্য, তিনি সবসময় ধৈর্যের পরিচয় দেন। আমার বিশ্বাস তিনি রাজনীতিতে ভালো করবেন।’
প্রচারণাকালে স্থানীয় সাধারণ মানুষ মিশা সওদাগরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মোবাইলে ছবি-সেলফি তোলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

স্বামীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত আপসহীন নেত্রী

নায়কের জন্য ভোট চাইলেন খলনায়ক মিশা সওদাগর

প্রকাশিত : ০৭:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদের পক্ষে ভোট চেয়েছেন খলনায়ক মিশর সওদাগর।
রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর হাজারীবাগের টালী মোড় থেকে নৌকার পক্ষে প্রচারণা শুরু করেন মিশা সওদাগর। পরে সুলতানগঞ্জ রোড, রায়েরবাজার এলাকায় প্রচারণা চালান তিনি। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেরদৌসের পক্ষে নৌকায় ভোট চেয়ে মিশা সওদাগর ভোটারদের উদ্দেশে বলেন, ‘ফেরদৌস আমার ছোট ভাই। তিনি খুবই ভালো মানুষ। তাকে ভোট দিয়েন, আপনাদের উন্নয়ন হবে।’

এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘ফেরদৌসের চলচ্চিত্র জীবনের শুরুর সিনেমায় আমি ছিলাম। তার সর্বশেষ ছবিতেও আমরা এক সঙ্গে অভিনয় করেছি। তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। শুধু আমার সঙ্গে নয়, চলচ্চিত্র অঙ্গনের প্রত্যেকের সঙ্গে ফেরদৌসের খুব ভালো সম্পর্ক। এজন্যই আমি তার পক্ষে ভোট চাইতে এসেছি। আমার দৃঢ় বিশ্বাস তিনি এমপি হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করে যাবেন। সাধারণ মানুষ উপকৃত হবে।’

তিনি আরও বলেন, ‘ফেরদৌস এমন একজন অভিনেতা যার জীবনে কোনো স্ক্যান্ডাল নেই। কখনো কোনো বেফাস মন্তব্য করেননি তার অনেক ধৈর্য, তিনি সবসময় ধৈর্যের পরিচয় দেন। আমার বিশ্বাস তিনি রাজনীতিতে ভালো করবেন।’
প্রচারণাকালে স্থানীয় সাধারণ মানুষ মিশা সওদাগরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মোবাইলে ছবি-সেলফি তোলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ