১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

ধানমন্ডিতে মডেল তাসনিয়ার মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি এলাকায় আবাসিক ফ্ল্যাট থেকে মডেল তানজিম তাসনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে ধানমন্ডি ৯/১ নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধানমন্ডি থানার এসআই জান্নাতুল ফেরদৌসী তাসনিয়ার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি মডেলিং করতেন তিনি। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

ধানমন্ডি থানার এসআই জান্নাতুল ফেরদৌসী জানিয়েছেন, ধানমন্ডিতে নিজস্ব বাসায় একাই থাকতেন তানজিম তাসনিয়া। পরিবারের অন্য সদস্যরা থাকতেন আলাদা বাসায়। ভোরে পরিবারের সদস্যরা দ্বিতীয় তলায় ফ্ল্যাটে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাসনিয়াকে। পরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মৃত শিক্ষার্থীর পরিবার জানায়, পড়ালেখার পাশাপাশি তিনি মডেল হিসেবে কাজ করতেন। খুব জেদি স্বভাবের ছিলেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন সেটি এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

তাসনিয়ার বড় ভাই তাহমিদ তাহসিন জানান, ভোররাতে সে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করে। পরে তার এক বন্ধুর মাধ্যমে বিষয়টি জানতে পেরে আমরা ওই ফ্ল্যাটে যাই।

বিজনেস বাংলাদেশ/একে

জনপ্রিয়

গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮

ধানমন্ডিতে মডেল তাসনিয়ার মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১১:৪৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪

রাজধানীর ধানমন্ডি এলাকায় আবাসিক ফ্ল্যাট থেকে মডেল তানজিম তাসনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে ধানমন্ডি ৯/১ নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধানমন্ডি থানার এসআই জান্নাতুল ফেরদৌসী তাসনিয়ার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি মডেলিং করতেন তিনি। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

ধানমন্ডি থানার এসআই জান্নাতুল ফেরদৌসী জানিয়েছেন, ধানমন্ডিতে নিজস্ব বাসায় একাই থাকতেন তানজিম তাসনিয়া। পরিবারের অন্য সদস্যরা থাকতেন আলাদা বাসায়। ভোরে পরিবারের সদস্যরা দ্বিতীয় তলায় ফ্ল্যাটে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাসনিয়াকে। পরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মৃত শিক্ষার্থীর পরিবার জানায়, পড়ালেখার পাশাপাশি তিনি মডেল হিসেবে কাজ করতেন। খুব জেদি স্বভাবের ছিলেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন সেটি এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

তাসনিয়ার বড় ভাই তাহমিদ তাহসিন জানান, ভোররাতে সে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করে। পরে তার এক বন্ধুর মাধ্যমে বিষয়টি জানতে পেরে আমরা ওই ফ্ল্যাটে যাই।

বিজনেস বাংলাদেশ/একে