হবিগঞ্জ ৪ মাধবপুর চুনারুঘাট আসনের নব নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকে নিয়ে মতবিনিময় সভা করেছেন মাধবপুর উপজেলা প্রশাসন।
শনিবার সকালে মাধবপুর উপজেলা সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন।
উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, মেয়র হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, মাহবুববুর রহমান সোহাগ, আলাউদ্দিন, মীর খুরশেদ, পারভেজ হোসেন চৌধুরী, মাসুদ খান, মিনহাজ উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান, সাবেক মেয়র শাহ মোঃ মুসলিম প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, মাধবপুরকে মাদক ও পরিবেশ দুষন মুক্ত করা হবে। দুর্নীতিরোধ বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করা হবে।
মাধবপুরে প্রচুর পরিমানে ফলজ গাছের চারা রোপন করা হবে। বেশি করে গাছ লাগালে মাধবপুর পাখির আবাসস্থল হিসেবে পরিণত হবে এতে মাধবপুরে অনেক পাখি উড়ে বেড়াবে।
তিনি আরো বলেন মাধবপুরে অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাদের সহযোগীতা নিয়ে এলাকার উন্নয়ন করা হবে।



















