০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

পদ্মায় উল্টে গেছে স্পিডবোট, হতাহতের আশঙ্কা

মুন্সিগঞ্জের লৌহজং পয়েন্টে পদ্মা নদীতে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ২০ জন যাত্রীবোঝাই একটি স্পিডবোট উল্টে গেছে। বুধবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী লঞ্চঘাট ব্যবস্থাপক আবদুস সালাম জানান, প্রবল বাতাস ও ঢেউয়ের তোড়ে সকাল পৌনে ১০টার দিকে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী আসার পথে ২০-২২ জনের একটি যাত্রীবাহী স্পিডবোট উল্টে যায়।

তাৎক্ষণিকভাবে আশপাশের ট্রলার, লঞ্চ ও অন্য স্পিডবোটগুলোতে থাকা লোকজন দ্রুতগতিতে উদ্ধারকাজে নামেন। এসময় কয়েকজনকে উদ্ধার করা গেলেও এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

তবে কতজন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে তাৎক্ষণিক তা জানা যায়নি। বর্তমানে নৌ পুলিশ ও কোস্টগার্ড উদ্ধারকাজ শুরু করেছেন।

পরিদর্শক আক্তার হোসেন জানান, যাত্রীদের অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে সকাল ৯টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে গুলিসহ একটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯

পদ্মায় উল্টে গেছে স্পিডবোট, হতাহতের আশঙ্কা

প্রকাশিত : ০২:১৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮

মুন্সিগঞ্জের লৌহজং পয়েন্টে পদ্মা নদীতে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ২০ জন যাত্রীবোঝাই একটি স্পিডবোট উল্টে গেছে। বুধবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী লঞ্চঘাট ব্যবস্থাপক আবদুস সালাম জানান, প্রবল বাতাস ও ঢেউয়ের তোড়ে সকাল পৌনে ১০টার দিকে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী আসার পথে ২০-২২ জনের একটি যাত্রীবাহী স্পিডবোট উল্টে যায়।

তাৎক্ষণিকভাবে আশপাশের ট্রলার, লঞ্চ ও অন্য স্পিডবোটগুলোতে থাকা লোকজন দ্রুতগতিতে উদ্ধারকাজে নামেন। এসময় কয়েকজনকে উদ্ধার করা গেলেও এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

তবে কতজন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে তাৎক্ষণিক তা জানা যায়নি। বর্তমানে নৌ পুলিশ ও কোস্টগার্ড উদ্ধারকাজ শুরু করেছেন।

পরিদর্শক আক্তার হোসেন জানান, যাত্রীদের অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে সকাল ৯টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।