দায় বোধ
Z R Zia
যার নাম ছিলো বৃষ্টির সমার্থক
যার বর্ণ ছিলো রংধনুর মত
মন ছিলো শ্যামল উপত্যকা
যে ছিল হলুদ শর্ষের মত ঘন মাদকতা
কী করে সে এতটা পরিবর্তিত হলো?
নিষ্ঠুরতা আর তার নাম
কবে হতে পরিপূরক হলো
কুসুমকোমল হতে কী করে
সে এতটা পাষাণী হলো
দোআঁশ মাটির মত সে ছিল
কী করে আজ সে
প্রাণহীন চৌচির মাঠ হলো?
এ প্রশ্ন আমি কাউকে
কখনো জিজ্ঞেস করিনি
আমি শুধু আমার কাছে
জানতে চাইছি
আমি শুধু আমার সাথে
বুঝতে চাইছি
কেন হলো এমনটা!
শুনেছি জলবায়ুর পরিবর্তন হচ্ছে
ছোট ছোট দ্বীপ রাষ্ট্রগুলো
একদিন ডুবে যাবে
খরা হবে, বন্যা হবে
কিন্তু প্রেমিকাও যে পরিবর্তিত হয়ে
হৃদয়হীনা পাষাণী হবে
কেউ তো কখনো বলেনি!
এই যে গ্লোবাল ওয়ার্মিং
এটা তো আজ সত্য প্রমাণিত
জলস্তর বৃদ্ধি পাচ্ছে
উষ্ণতা ও শীতলতা তীব্র হচ্ছে
এর জন্য মানব জাতিই নাকি দায়ী!
তোমার পরিবর্তনের জন্যও কী
আমি দায়ী?
তোমার পরিবর্তনের এ দায়বোধ
আমাকে প্রতিদিন কুরে কুরে খায়।

























