মেহেন্দিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হল। মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি ইয়াছিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম।
২৯ জানুয়ারি বেলা ২টায় থানা কম্পাউন্ডে এই মতবিনিময় সভার পুর্বে প্রধান অতিথিকে সশস্ত্র সালাম ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান থানা পুলিশ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ডি এসবি প্রশাসন, রেজওয়ান আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যাসোসিয়েশন মেহেদী হাসান,সহকারী পুলিশ সুপার,জিএম মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম, ওসি ডিভি,ডিআইও ১ মোঃ খলিলুর রহমান,ওসি ডিভি অসীম সিকদার, পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খান, সদর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ। এছাড়াও বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্য, পৌর কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সামাজিক- সাংস্কৃতিক সংগঠন , এলিট ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















