প্রিয়দের তালিকা
Z R Zia
বর্ণিলতা, সৌরভ, সৌন্দর্যের জন্য
ফুল আমার প্রিয়।
প্রিয়দের তালিকায়
আরও কত কী না আছে!
নদী, পাহাড়, সমুদ্র
ঘাস ফড়িং
ডিঙ্গি নৌকা
নতুন জল
ফসলের হাসি
শিষ দেয়া দোয়েল
এগুলোও আমার প্রিয়।
এ তালিকায় আরও আছে
ভ্রমণ
ভিন্ন ভাষা, বর্ণ, অন্ন।
ভাল লাগার তালিকায় আরও আছে
কবি ও কবিতা
প্রিয় কোন গান
আছে ইতিহাস
মিছিল
৭ ই মার্চ
বিজয় কেতন
হুড তোলা রিক্সা
টুংটাং
শাহবাগ
বইঘর।
আমার এতসব প্রিয়দের মাঝে
তুমি হলে প্রিয়তম।


























