বেসিক ব্যাংকরাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরকে রাতেও অফিস করতে হচ্ছে। ব্যাংকের সার্বিক কার্যক্রমে গতি আনার কথা বলে কর্মকর্তা-কর্মচারীদের কাউকেই সন্ধ্যা সাতটার আগে অফিস ত্যাগ করতে দেওয়া হচ্ছে না। যদিও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা হচ্ছে সন্ধ্যা ছয়টার পরে কর্মকর্তা-কর্মচারী বিশেষ করে নারী কর্মকর্তা বা কর্মচারীদেরকে ব্যাংকে অবস্থানের জন্য বাধ্য করা যাবে না। এদিকে, সরকারি ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা উপেক্ষা করে ২৬ জুন বেসিক ব্যাংক একটি অফিস আদেশ জারি করেছে। এতে বিশেষ করে বিপাকে পড়েছেন নারী কর্মকর্তারা।
এ প্রসঙ্গে ব্যাংকটির একজন নারী কর্মকর্তা বিজনেস বাংলাদেশকে বলেন, ‘সন্ধ্যা সাতটা পর্যন্ত অফিস করতে হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন নারী কর্মীরা।’ তিনি বলেন, ‘সকাল ১০টায় অফিসে ঢুকতে হয়, এ কারণে বাসা থেকে বের হই আরও দুই ঘণ্টা আগে। আর সন্ধ্যা সাতটা পর্যন্ত অফিস করতে হলে বাসায় যেতে যেতে রাত ৯টা বাজবে। ফলে প্রায় ১২ ঘণ্টা অফিসের জন্য সময় ব্যয় হবে। বেসিক ব্যাংকের অফিস আদেশে বলা হয়েছে ‘প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ও এর ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তাদের সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অফিসে অবস্থান করতে হবে। শুধু তাই নয়, নির্দিষ্ট এ সময়ের আগে কার্যালয় ছেড়ে যাবে না কর্মকর্তাদের বহন করা পুলের কোনও পরিবহনও।
’ ফলে ব্যাংটির কর্মকর্তা-কর্মচারীদের এখন ৯ ঘণ্টা অফিস করতে হচ্ছে। ব্যাংকটির অফিস আদেশে আরও বলা হয়েছে, ‘প্রধান কার্যালয়ে কর্মরত সব নির্বাহী ছাড়াও প্রধান কার্যালয়ের অন্যান্য পদের কর্মকর্তারাও কাজের প্রয়োজনে কমপক্ষে সন্ধ্যা সাতটা পর্যন্ত কর্মস্থলে অবস্থান করবেন। প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের বহনে নিয়োজিত পুলের পরিবহনগুলো সন্ধ্যা সাতটার আগে প্রধান কার্যালয় ত্যাগ করবে না। এদিকে, বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, ব্যাংকিং সময়সূচির পরেও কার্যদিবস শেষে কর্মকর্তা-কর্মচারী বিশেষ করে নারী কর্মকর্তা-কর্মচারীদেরকে ব্যাংকে অবস্থানের জন্য বাধ্য করা হচ্ছে। এতে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হচ্ছে, যা সুষ্ঠু মানবসম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে অন্তরায়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, ব্যাংকিং সময়সূচির পরে অর্থাৎ সন্ধ্যা ছয়টার পরে কর্মকর্তা-কর্মচারী বিশেষ করে নারী কর্মকর্তা বা কর্মচারীদেরকে ব্যাংকে অবস্থানের জন্য বাধ্য করা যাবে না।
বিশেষ প্রয়োজনে যদি কোনও নারী কর্মীকে ব্যাংকিং সময়সূচির পরেও ব্যাংকে অবস্থান করতে হয়, তবে তাদেরকে উপযুক্ত নিরাপত্তা ও পারিশ্রমিক দিতে হবে। এ বিষয়ে সংস্থাপন মন্ত্রণালয় থেকেও স্পষ্ট বলা আছে, ব্যাংকে কর্মরতদের কর্মঘণ্টা হবে ৮ ঘণ্টা, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা। কোনও কর্মকর্তা-কর্মচারীকে বেশি কাজ করাতে চাইলে তাকে ‘বাধ্য করা কিংবা নির্দেশনা’ দেওয়া যাবে না। বেসিক ব্যাংকের অফিস আদেশে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আউয়াল খান ও মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক হাসান তানভীরের স্বাক্ষর রয়েছে। এ প্রসঙ্গে হাসান তানভীরের বক্তব্য হলোÑ এই নির্দেশনাটি শুধু প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য।


























