ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর সদরের ব্যবসায়ীদের দোকানপাট ভেঙে রাস্তা না হওয়ার দাবিতে লাগাতার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছেন স্থানীয় শতশত ব্যবসায়ীরা।
গত এক সাপ্তাহ যাবৎ এসব কর্মসূচী পালন করছেন ব্যবসায়ীরা। আজ ৮ ফেব্রুয়ারী দুপুরে নবীনগর উপজেলা ডাকবাংলোতে স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের সাথে সরাসরি দেখা করে সড়ক ও জনপদের নির্মাণাধীন আশুগঞ্জ টু নবীনগরের হাইওয়ের সড়কটি নির্মান বাস্তবায়ন হলে নবীনগর সদর বাজারের শত শত দোকানপাট ভাঙ্গা পরবে।এতে করে হাজারো মানুষের কর্মসংন্থান হারিয়ে নানান ভোগান্তির শিকার হবে বলে জানান ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীরা আরো জানান, ঐতিহ্যবাহী নবীনগর পৌর সদর বাজারে হাজার হাজার মানুষ ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন।
ছোট্ট এই বাজারটির বুক চিরে সড়ক নির্মাণ হলে শত শত দোকান পাট ভাঙ্গা পরবে। এতে করে কর্মহীন হয়ে পরবে এলাকার হাজার হাজার মানুষ। এই সড়কটি বাজারের পশ্চিম দিকের বিল দিয়ে নির্মাণ করা হলে তাতে করে শহরের আয়তনও বাড়বে আমাদেরও সুবিধা হবে। আমরা এ বিষয়ে আমাদের এমপি ফয়জুর রহমান বাদলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করি।
এসময় ব্রাহ্মণবাড়িয়া-৫ এর সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল স্থানীয় ব্যবসায়ীদের এসব দাবি শুনে সাংবাদিকদের বলেন, আশুগঞ্জ-নবীনগর সড়কটি নির্মাণের রোড ম্যাপ অনেক আগেই তৈরি হয়ে আছে।
আমি ব্যবসায়ীদের ক্ষতি হওয়ার বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে কথা বলব।
উল্লেখ্য আশুগঞ্জ টু নবীনগর সড়কের ব্যয়ভার ৪২১কোটি ৯৭ লক্ষ টাকা ধরা হয়েছে। ইতিমধ্যে অনেকাংশের কাজ সম্পন্ন হয়েছে। বাকি অবশিষ্ট কাজ দ্রুতই সম্পন্ন হবে বলে জানান সড়ক ও জনপদের কর্মকর্তা কর্মচারিরা।
০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
বাজার নষ্ট করে সড়ক নির্মান না করার দাবিতে বিক্ষোভ মিছিল ও লাগাতার মানববন্ধন
-
নূরে আলম, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ - প্রকাশিত : ০৮:১৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
- 92
ট্যাগ :
জনপ্রিয়




















