সেশন ফি দিতে না পারলে দেওয়া হয় না বই, করতে দিচ্ছে না ক্লাস মানা হচ্ছে না সরকারী নীতিমালা এমন পরিস্থিতির স্বীকার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ভাটিয়ারী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর দুই ছাত্র। তাদের বাড়ী ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পূর্ব পাশে। দীর্ঘদিন ধরে তাদের বাবা বেকার। তাদের মা খুব কষ্ট করে জীবিকা নির্বাহ করছেন। মায়ের আশা ছেলেদের লেখাপড়া করাবেন। কিন্তু আর্থিক অভাবের কারণে স্কুলে ভর্তিরত ছেলেদের সেশন ফি দিতে পারেননি। এই ফি মওকুফ করে একজনকে ৬ষ্ঠ শ্রেণী থেকে ৭ম শ্রেণী ও অন্যজনকে ৭ম শ্রেণী থেকে ৮ম শ্রেণীতে পুর্নভর্তির সুযোগ দেওয়ার জন্য মা একাধিকবার অত্র স্কুলের প্রধান শিক্ষকের কাছে শরণাপন্ন হলেও কোন কাজ হয়নি। মানুষের আর্থিক সাহায্যে এক ছেলের সেশন ফি ও পুনঃভর্তির ফি বাবাদ দুই হাজার ৪৫০ টাকা দিতে পারলেও আরেক ছেলের সেশন ফি ও পুনঃভর্তির টাকা ব্যবস্থা করতে পারেননি। এই কষ্ট সহিতে না পেরে গত মঙ্গলবার আত্মহত্যার চেষ্টা করেন ওই মা। এমন সংবাদ শুনে ওই মাকে বাঁচাতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা ছেলের সেশন ফি ও পুনঃ ভর্তির জন্য টাকা ব্যবস্থা করে দেন।
অনুসন্ধানে জানা যায়, উপজেলার একাধিক স্কুলে সরকারী নীতিমালা অপেক্ষা করে অতিরিক্ত সেশন ফি নেওয়ার ফলে অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারছে না। সেশন ফি দিতে না পারলে দেওয়া হয় না বই, করতে দেওয়া হয়না ক্লাস, মানা হচ্ছে না সরকারী নিয়ম। ফলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আর্থিক অভাবের কারণে শিক্ষার আলো হতে বঞ্চিত হচ্ছে। প্রতিটি স্কুলের কয়েকশ শিক্ষার্থীর কপালে নেমে এসেছে এই দুর্ভোগ। উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন, আর্থিক অভাবের কারণে গরীব অসহায় পরিবারের ছেলেমেয়েরা পড়ালেখা হতে বঞ্চিত হবে না। উপজেলা শিক্ষা অফিসার, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করে সমন্বিতভাবে বিষয়টি দেখা হবে। যাতে করে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও গরীব-অসহায় পরিবারের কোন ছেলেমেয়ে যেন আর্থিক অভাবের কারণে পড়ালেখা হতে বঞ্চিত না হয়। বেসরকারী স্কুলের ভর্তি নীতিমালায় বলা আছে নতুন ছাত্র-ছাত্রী ভর্তিতে সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকুল্যে পৌর এলাকায় এক হাজার, জেলা সদর এলাকায় দুই হাজার, ঢাকা ছাড়া অন্যন্য মেট্রোপলিটন এলাকায় তিন হাজার এবং মফস্বল এলাকায় ৫শত টাকার বেশি হবে না। এরপর বলা হয়েছে, একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে ভর্তির ক্ষেত্রে প্রতিবছর সেশন চার্জ নেওয়া যাবে। তবে পুনঃভর্তির ফি নেওয়া যাবে না।




















