০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

পেনাল্টি থেকে এগিয়ে গেল ফ্রান্স

নিজেদের ভুলে কপাল পুড়ল আর্জেন্টিনার। বল নিয়ে দ্রুতবেগে এগিয়ে যাচ্ছিলেন ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপে। ম্যাচের ১১তম মিনিটে ডি বক্সের ভেতরে তাকে মারাত্মক ফাউল করেন আর্জেন্টিনার শেষ ষোলোতে ওঠার নায়ক মার্কোস রোহো। ভিএআরে দেখা হয় ওটা ফাউল ছিল। সুতরাং পেনাল্টি পেয়ে যায় ফরাসিরা। এক মিনিট বাদেই নিখুঁত শটে আর্জেন্টিনার জালে বল পাঠিয়ে দেন আঁতোয়া গ্রিজমান।

আর্জেন্টিনা একাদশ: ফ্রাঙ্কো আরমানি, মার্কোস রোহো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, গাব্রিয়েল মের্কাদো, হাভিয়ের মাসচেরানো, এভার বানেগা, এনসো পেরেস, লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, ক্রিস্তিয়ান পাভোন।

ফ্রান্স একাদশ: উগো লরিস, লুকা এরনঁদেজ, রাফায়েল ভারানে, সামুয়েল উমতিতি, বাঁজামাঁ পাভার্দ, পল পগবা, এনগোলা কঁতে, ব্লেইস মাতুইদি, অলিভিয়ে জিরুদ, অঁতোয়ান গ্রিজমান, কিলিয়ান এমবাপে।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পেনাল্টি থেকে এগিয়ে গেল ফ্রান্স

প্রকাশিত : ০৮:২০:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮

নিজেদের ভুলে কপাল পুড়ল আর্জেন্টিনার। বল নিয়ে দ্রুতবেগে এগিয়ে যাচ্ছিলেন ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপে। ম্যাচের ১১তম মিনিটে ডি বক্সের ভেতরে তাকে মারাত্মক ফাউল করেন আর্জেন্টিনার শেষ ষোলোতে ওঠার নায়ক মার্কোস রোহো। ভিএআরে দেখা হয় ওটা ফাউল ছিল। সুতরাং পেনাল্টি পেয়ে যায় ফরাসিরা। এক মিনিট বাদেই নিখুঁত শটে আর্জেন্টিনার জালে বল পাঠিয়ে দেন আঁতোয়া গ্রিজমান।

আর্জেন্টিনা একাদশ: ফ্রাঙ্কো আরমানি, মার্কোস রোহো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, গাব্রিয়েল মের্কাদো, হাভিয়ের মাসচেরানো, এভার বানেগা, এনসো পেরেস, লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, ক্রিস্তিয়ান পাভোন।

ফ্রান্স একাদশ: উগো লরিস, লুকা এরনঁদেজ, রাফায়েল ভারানে, সামুয়েল উমতিতি, বাঁজামাঁ পাভার্দ, পল পগবা, এনগোলা কঁতে, ব্লেইস মাতুইদি, অলিভিয়ে জিরুদ, অঁতোয়ান গ্রিজমান, কিলিয়ান এমবাপে।