১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

রোনালদোকে আটকাতে ছক এঁকেছে উরুগুয়ে!

শেষ ষোলোর ম্যাচে আজ শক্তিশালী উরুগুয়ের মুখোমুখি হবে পর্তুগাল। এ ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ভরা মঞ্চে পেনাল্টি মিসের পর একই মঞ্চে ফ্রিকিকে দুর্দান্ত গোল করে স্পেনের বিরুদ্ধে দলকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। ডিবক্সের আশেপাশে সেট পিস নেওয়ার ক্ষেত্রে ক্রিশ্চিয়ানো রোনালদো যে কতটা শক্তিশালী, বিশ্বের প্রায় সব দলই সেটা জানে।

এই শক্তিশালী খেলোয়াড়কে ফেরাতে প্রতিষেধক হিসাবে দিয়েগো গডিনকে ব্যবহারের চিন্তা করছে উরুগুয়ে। গডিনকে দিয়েই নক-আউট পর্বের ম্যাচে উরুগুয়ের কোচ রোনালদো-বধের ছক কষছেন। ফলে আজকের ম্যাচে গডিন যে নিজের বোতলে রোনালদোকে বন্দি করার চেষ্টায় থাকবেন, সেটা বলাবাহুল্য।

এছাড়া রোনালদোকে ট্যাকেল করার ব্যাপারে সতর্ক থাকবে উরুগুয়ের ডিফেন্স। উরুগুয়ের মিডফিল্ডার মাতিয়াস ভেকিনো বলছিলেন, ‘বিপক্ষ দলে ফ্রি-কিক নেওয়ার ওস্তাদ থাকলে আলাদা পরিকল্পনা রাখতে হয়। আমরা আজ রোনালদোকে বক্সের আশেপাশে ফাউল করার ব্যাপারে সতর্ক থাকব।’

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রোনালদোকে আটকাতে ছক এঁকেছে উরুগুয়ে!

প্রকাশিত : ১১:৩৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮

শেষ ষোলোর ম্যাচে আজ শক্তিশালী উরুগুয়ের মুখোমুখি হবে পর্তুগাল। এ ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ভরা মঞ্চে পেনাল্টি মিসের পর একই মঞ্চে ফ্রিকিকে দুর্দান্ত গোল করে স্পেনের বিরুদ্ধে দলকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। ডিবক্সের আশেপাশে সেট পিস নেওয়ার ক্ষেত্রে ক্রিশ্চিয়ানো রোনালদো যে কতটা শক্তিশালী, বিশ্বের প্রায় সব দলই সেটা জানে।

এই শক্তিশালী খেলোয়াড়কে ফেরাতে প্রতিষেধক হিসাবে দিয়েগো গডিনকে ব্যবহারের চিন্তা করছে উরুগুয়ে। গডিনকে দিয়েই নক-আউট পর্বের ম্যাচে উরুগুয়ের কোচ রোনালদো-বধের ছক কষছেন। ফলে আজকের ম্যাচে গডিন যে নিজের বোতলে রোনালদোকে বন্দি করার চেষ্টায় থাকবেন, সেটা বলাবাহুল্য।

এছাড়া রোনালদোকে ট্যাকেল করার ব্যাপারে সতর্ক থাকবে উরুগুয়ের ডিফেন্স। উরুগুয়ের মিডফিল্ডার মাতিয়াস ভেকিনো বলছিলেন, ‘বিপক্ষ দলে ফ্রি-কিক নেওয়ার ওস্তাদ থাকলে আলাদা পরিকল্পনা রাখতে হয়। আমরা আজ রোনালদোকে বক্সের আশেপাশে ফাউল করার ব্যাপারে সতর্ক থাকব।’