ভারতের দিল্লিতে একই পরিবারের ১১ জনের মৃত্যু হয়েছে। ররিবার (০১ জুলাই) সকালে উত্তর দিল্লির বুরারিতে তাদের নিজ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে দেশটির পুলিশ।
বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, মরদেহগুলোর মধ্যে সাতজন নারীর এবং বাকি চারজন পুরুষ। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, নিহতরা সম্ভবত আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এ বিষয়ে তদন্ত চলছে। ওই পরিবার একটি ফার্নিচারের ব্যবসা চালাত বলে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়।
পুলিশ ধারণা করছে, তারা সমর্পিত হয়ে আত্মহত্যা করেছেন।
এ পরিবারটি ফার্ণিচারের ব্যবসা করতেন।
























