০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

গুরুদাসপুরে শুরু হয়েছে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

নাটোরের গুরুদাসপুরে ১৭ ফেব্রুয়ারী শনিবার দুপুর ১২টায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ শুরু হয়েছে।উপজেলা স্মৃতিসৌধ চত্বরে ওই মেলার উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের স্থানীয় সংসদ সদস্য ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

মেলায় কৃষি প্রযুক্তি, জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা ও বালাইনাশকের ঝুঁকি হ্রাস, বিভিন্ন ফসলের বীজ ও সার, ফল ও সবজি প্রদর্শন, ডিজিটাল কৃষি সম্প্রসারণ, কৃষি যান্ত্রিকীকরণসহ ফার্মসহ ১২টি স্টল বসেছে। মেলার আয়োজক গুরুদাসপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়নের আওতায় এ মেলার আয়োজন করা হয়েছে। আগামী পরশু সোমবার পর্যন্ত এ মেলা চলবে।

উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু একটি নির্দিষ্ট বিষয় নয়, পুরো বাংলাদেশকে নিয়ে ভাবেন। এদেশের কৃষকদের নিয়ে ভাবেন। কৃষকদের যত বেশি সমৃদ্ধ করা যাবে তত বেশি সমৃদ্ধ হবে দেশ। কৃষকদের বাদ দিয়ে উন্নত বাংলাদেশ গড়া অসম্ভব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী .মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সমাজা সেবা অফিসার মোঃ সফিকুল ইসলাম প্রমুখ।

কৃষি কর্মকর্তা হারুনর রশিদ বলেন, মেলায় বিভিন্ন ধরনের ফসল, ফল-মূল এবং প্রযুক্তির সম্মিলন হয়েছে। যা থেকে এখানের কৃষির পাশাপাশি কৃষক সমৃদ্ধ হবে। মেলায় কৃষকদের ১২ ধরনের বীজ এবং ৩টি করে চারা দেওয়া হচ্ছে।

উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের কৃষক মোঃ সোহেল রানা বলেন, আমি পাঁচ একর জায়গায় বছরজুড়ে বিভিন্ন ফসল আবাদ করি। তবে এখানে এসে নতুন-নতুন প্রযুক্তি চোখে পড়ছে যেগুলো প্রয়োগ করলে আমার শ্রম, অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি উপকারও পাওয়া যাবে। অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

গুরুদাসপুরে শুরু হয়েছে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

প্রকাশিত : ০৬:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪

নাটোরের গুরুদাসপুরে ১৭ ফেব্রুয়ারী শনিবার দুপুর ১২টায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ শুরু হয়েছে।উপজেলা স্মৃতিসৌধ চত্বরে ওই মেলার উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের স্থানীয় সংসদ সদস্য ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

মেলায় কৃষি প্রযুক্তি, জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা ও বালাইনাশকের ঝুঁকি হ্রাস, বিভিন্ন ফসলের বীজ ও সার, ফল ও সবজি প্রদর্শন, ডিজিটাল কৃষি সম্প্রসারণ, কৃষি যান্ত্রিকীকরণসহ ফার্মসহ ১২টি স্টল বসেছে। মেলার আয়োজক গুরুদাসপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়নের আওতায় এ মেলার আয়োজন করা হয়েছে। আগামী পরশু সোমবার পর্যন্ত এ মেলা চলবে।

উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু একটি নির্দিষ্ট বিষয় নয়, পুরো বাংলাদেশকে নিয়ে ভাবেন। এদেশের কৃষকদের নিয়ে ভাবেন। কৃষকদের যত বেশি সমৃদ্ধ করা যাবে তত বেশি সমৃদ্ধ হবে দেশ। কৃষকদের বাদ দিয়ে উন্নত বাংলাদেশ গড়া অসম্ভব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী .মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সমাজা সেবা অফিসার মোঃ সফিকুল ইসলাম প্রমুখ।

কৃষি কর্মকর্তা হারুনর রশিদ বলেন, মেলায় বিভিন্ন ধরনের ফসল, ফল-মূল এবং প্রযুক্তির সম্মিলন হয়েছে। যা থেকে এখানের কৃষির পাশাপাশি কৃষক সমৃদ্ধ হবে। মেলায় কৃষকদের ১২ ধরনের বীজ এবং ৩টি করে চারা দেওয়া হচ্ছে।

উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের কৃষক মোঃ সোহেল রানা বলেন, আমি পাঁচ একর জায়গায় বছরজুড়ে বিভিন্ন ফসল আবাদ করি। তবে এখানে এসে নতুন-নতুন প্রযুক্তি চোখে পড়ছে যেগুলো প্রয়োগ করলে আমার শ্রম, অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি উপকারও পাওয়া যাবে। অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ