শিল্পী আক্তারের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল সিএনজি। আর সেই সম্বল পুড়ল চুলার আগুনে।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউপির দক্ষিণ উল্টাছড়ি এলাকায় বসবাস করেন শিল্পী আক্তার (৩০)।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঘটে এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।
ধারণা করা হচ্ছে, চুলার আগুন থেকেই ঘটেছে এমন দুর্ঘটনা। এতে একটি টিনের ঘর ও একটি সিএনজি পুড়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
জানা যায়, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ছেড়ে যায় স্বামী। আর সেই থেকেই নিজের সিএনজি ভাড়া দিয়ে সংসার চালান শিল্পী আক্তার। তবে আজ সেই সম্বলটুকুও হারালেন তিনি।
শিল্পী আক্তার জানান, আমার তেমন কোনো আয়ের উৎস নেই। শেষ সম্বল সিএনজি এবং মাথা গোঁজার ঠাই পুড়ে যাওয়ায় আমি নিঃস্ব হয়ে গেছি।
বিজনেস বাংলাদেশ/একে





















