০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

সেদিনের কথা

  • Z R Zia
  • প্রকাশিত : ০৯:২৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • 117

সেদিনের কথা
Z R Zia

বায়ান্নর একুশে ফেব্রুয়ারি
ফাল্গুনের ৮ তারিখ সকালবেলা
শীতের আমেজ তখনো শেষ হয়নি
আমতলায় ছাত্ররা জড়ো হয়েছে
১৪৪ ধারা ভাঙা হবে কি হবে না
এই নিয়ে তুমুল আলোচনা বিতর্ক
অবশেষে সিদ্ধান্ত হলো দশ জনের একেকটি
ছোট ছোট দল মিছিল নিয়ে এগিয়ে যাবে।

ওদিকে কলাভবনের সামনে বন্দুক উঁচিয়ে
অপেক্ষায় ছিল রক্তলোলুপ পুলিশ
প্রথমে কাঁদুনি গ্যাস
তারপর লাঠিচার্জ চলছিল
ছাত্ররা গগনবিদারী স্লোগানে স্লোগানে
প্রকম্পিত করছিল রাজপথ
“রাষ্ট্র ভাষা বাংলা চাই”
ইতোমধ্যে মিছিলে যোগ দিয়েছে
পথ শিশু, ভবঘুরে, কর্মচারী, নাপিত, কুলি
দুপুর পেরিয়ে গেছে
এবার ওরা আর অপেক্ষা করলো না
ট্রিগার চাপলো
রক্তের নেশায় বুলেটগুলো ছুটে চললো
শহীদ হলো বরকত, শফিক, রফিক, সালাম।

শহীদের রক্তে রঞ্জিত রাজপথ হতে
জন্ম নিল লক্ষ লক্ষ রক্তজবা
প্রজ্বলিত হলো আগুন মশাল
সে আলো ছড়িয়ে পড়লো সারাদেশে
উর্দুর প্রেতাত্মা ভয় পেল
ওরা বাংলাকে মেনে নিল।

এই প্রথম আমরা শিখলাম প্রতিবাদ
শিখলাম একতা
শিখলাম জাতীয়তা
সেদিন যে বীজ বুনেছিলাম
একদিন তা স্বাধীনতা হয়ে ফিরে এলো।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ

সেদিনের কথা

প্রকাশিত : ০৯:২৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪

সেদিনের কথা
Z R Zia

বায়ান্নর একুশে ফেব্রুয়ারি
ফাল্গুনের ৮ তারিখ সকালবেলা
শীতের আমেজ তখনো শেষ হয়নি
আমতলায় ছাত্ররা জড়ো হয়েছে
১৪৪ ধারা ভাঙা হবে কি হবে না
এই নিয়ে তুমুল আলোচনা বিতর্ক
অবশেষে সিদ্ধান্ত হলো দশ জনের একেকটি
ছোট ছোট দল মিছিল নিয়ে এগিয়ে যাবে।

ওদিকে কলাভবনের সামনে বন্দুক উঁচিয়ে
অপেক্ষায় ছিল রক্তলোলুপ পুলিশ
প্রথমে কাঁদুনি গ্যাস
তারপর লাঠিচার্জ চলছিল
ছাত্ররা গগনবিদারী স্লোগানে স্লোগানে
প্রকম্পিত করছিল রাজপথ
“রাষ্ট্র ভাষা বাংলা চাই”
ইতোমধ্যে মিছিলে যোগ দিয়েছে
পথ শিশু, ভবঘুরে, কর্মচারী, নাপিত, কুলি
দুপুর পেরিয়ে গেছে
এবার ওরা আর অপেক্ষা করলো না
ট্রিগার চাপলো
রক্তের নেশায় বুলেটগুলো ছুটে চললো
শহীদ হলো বরকত, শফিক, রফিক, সালাম।

শহীদের রক্তে রঞ্জিত রাজপথ হতে
জন্ম নিল লক্ষ লক্ষ রক্তজবা
প্রজ্বলিত হলো আগুন মশাল
সে আলো ছড়িয়ে পড়লো সারাদেশে
উর্দুর প্রেতাত্মা ভয় পেল
ওরা বাংলাকে মেনে নিল।

এই প্রথম আমরা শিখলাম প্রতিবাদ
শিখলাম একতা
শিখলাম জাতীয়তা
সেদিন যে বীজ বুনেছিলাম
একদিন তা স্বাধীনতা হয়ে ফিরে এলো।

বিজনেস বাংলাদেশ/বিএইচ