যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্কোয়াড্রন লিডার মোঃ সিরাজুল ইসলাম এবং স্কোয়াড্রন লিডার এনায়েত কবির পলাশ নামে দুই পাইলট নিহত হন।
যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান এ তথ্য জানিয়েছেন।
প্রশিক্ষণ বিমানটি রবিবার রাত সাড়ে ৯টার দিকে যশোর সদরের চান্দুটিয়া গ্রামে বুকভরা বাঁওড়ে পড়ে ডুবে যাওয়ার পর পাইলটদের বিষয়ে কিছু জানাতে পারছিল না স্থানীয় প্রশাসন।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) মধ্যরাতে দুই পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, নৈশ মহড়ার অংশ হিসেবে স্কোয়াড্রন লিডার সিরাজুল ও এনায়েত বিএএফ ঘাঁটি মতিউর রহমান থেকে কে-এইটডাব্লিউ বিমানটি নিয়ে উড়াল দিয়েছিলেন। কিছুক্ষণ পর সেটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সেটি উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাঁওড়ের মধ্যে বিধ্বস্ত হয়।
কী কারণে বিমানটি দুর্ঘটনায় পড়ল, তা জানা যায়নি। ঘটনাটি তদন্তের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।




















