গাজীপুরের কালিয়াকৈরে দরবাড়িয়া এলাকায় তিনটি অবৈধ ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়ে জরিমানা করা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাজীপুর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায় , কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকায় ২৯ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবৈধ ইট ভাটায় গাজীপুর পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় এনবিএম, এসবি স্টার ও জেআরবি ইট ভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দিয়ে জেআরবি ইট ভাটা মালিককে ১ লক্ষ৫০ হাজার, এসবি স্টারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহম্মেদ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নয়ন ভুঁইয়া, সহকারি পরিচালক মইনুল হক, সহকারি পরিচালক মমিন ভুঁইয়া, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস, কালিয়াকৈর থানা ও জেলা পুলিশের সদস্য বৃন্দ।