শেরপুরে(১ মার্চ) শুক্রবার সকালে জেলা সদর পৌরশহরস্থ হাসপাতাল রোড (নিজাম উদ্দিন সড়ক) নারায়ণপুর মহল্লায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট ঢাকা এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন শেরপুর এর উদ্যোগে ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা ডায়াবেটিক সমিতি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও হার্ট ক্যাম্প ফাউন্ডেশন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী, সদস্য সচিব হোসাইন আহমেদ মোল্লা মামুন, মানবাধিকার সংস্থা আমাদের আইন এর জেলা কমিটির কো-চেয়ারম্যান ও জেলা ডায়াবেটিস সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আহ্বায়ক কমিটির সদস্য এস.এম.এনামুল হক মির্জু, সদস্য মোঃ বাদল মিয়া, মানবাধিকার সংস্থা আমাদের আইন এর জেলা কমিটির চেয়ারম্যান সাংবাদিক মোঃ নুর -ই-আলম চঞ্চল, মানবাধিকার সংস্থা আমাদের আইন এর জেলা কমিটির সেক্রেটারি সাংবাদিক মোহাম্মদ নাজমুল আলম , জুলফিকার আলী ভুট্টু, রক্ত সৈনিক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও মানবাধিকার সংস্থা আমাদের আইন এর সাংগঠনিক সম্পাদক আল আমিন রাজু সহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এর সকল আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং জেলা ও উপজেলা পর্যায়ে হার্টের মহিলা, পুরুষ,শিশু সহ প্রায় দেড় শতাধিক রোগীরা উপস্থিত থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট ঢাকা এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হার্ট ফাউন্ডেশন শেরপুর এর উদ্যোগে রোগী দেখেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অব বাংলাদেশ কনসালটেন্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ও সিনিয়র ডা.এম বদিউজ্জামান, প্রফেসর ও সিনিয়র ডা.একেএম হাবিবুর রহমান,সহযোগী অধ্যাপক ও সিনিয়র ডা.মোহাম্মদ হাফিজুর রহমান,ডা.মীর ইশরাকুজ্জামান,ডা.মোহাম্মদ শহীদুল্লাহ,ডা.মোঃ রাকিবুজ্জামান সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।