০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

সাতকানিয়া কেরানিহাটে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাতকানিয়া কেরানী হাটে অবৈধভাবে গড়ে ওঠা মহাসড়কের দু’পাশের স্থায়ী অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে।

( ০৬ মার্চ বুধবার)সকাল ১০ টা হতে বিকাল ৪টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কেরানিহাট বাজার এলাকার চট্টগ্রাম কক্সবাজার মহসড়কের পাশ্ববর্তী প্রায় ৩ কি.মি জায়গার মধ্যে ছোট বড় স্থায়ী অস্থায়ী ২৫০ থেকে ৩০০ অবৈধ স্থাপনা, দোকান, বিলবোর্ড ইত্যাদি অপসারণ করা হয়। এছাড়া বিভিন্ন যানবাহনের অবৈধ স্ট্যান্ড সরিয়ে দেয়া হয়।
উচ্ছেদকালীন সময়ে মহাসড়কে অবৈধ পার্কিং এর অপরাধে এক প্রাইভেট কার চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ২০০০/- জরিমানা করা হয়।

উচ্ছেদের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান চলমান থাকবে এবং কেরানীহাট কে দখলমুক্ত ও যানজট মুক্ত রাখার জন্য সকল অংশীজনের সহযোগিতায় সব ধরণের পদেক্ষেপ নেওয়া হবে।

উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্র্যাফিক পুলিশ সহ সাতকানিয়া ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

সাতকানিয়া কেরানিহাটে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত : ০৮:০২:১১ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪

সাতকানিয়া কেরানী হাটে অবৈধভাবে গড়ে ওঠা মহাসড়কের দু’পাশের স্থায়ী অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে।

( ০৬ মার্চ বুধবার)সকাল ১০ টা হতে বিকাল ৪টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কেরানিহাট বাজার এলাকার চট্টগ্রাম কক্সবাজার মহসড়কের পাশ্ববর্তী প্রায় ৩ কি.মি জায়গার মধ্যে ছোট বড় স্থায়ী অস্থায়ী ২৫০ থেকে ৩০০ অবৈধ স্থাপনা, দোকান, বিলবোর্ড ইত্যাদি অপসারণ করা হয়। এছাড়া বিভিন্ন যানবাহনের অবৈধ স্ট্যান্ড সরিয়ে দেয়া হয়।
উচ্ছেদকালীন সময়ে মহাসড়কে অবৈধ পার্কিং এর অপরাধে এক প্রাইভেট কার চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ২০০০/- জরিমানা করা হয়।

উচ্ছেদের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান চলমান থাকবে এবং কেরানীহাট কে দখলমুক্ত ও যানজট মুক্ত রাখার জন্য সকল অংশীজনের সহযোগিতায় সব ধরণের পদেক্ষেপ নেওয়া হবে।

উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্র্যাফিক পুলিশ সহ সাতকানিয়া ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ