০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞানের অগ্রযাত্রার বিকল্প নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞানের অগ্রযাত্রার কোনো বিকল্প নেই, তাই বৈজ্ঞানিক গবেষণাকে আরও গুরুত্ব দিতে দেশের বিজ্ঞানীদের আহ্বান জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
শুক্রবার বিসিএসআইআর-এর সম্মেলনের (কংগ্রেস-২০২৩) উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিসিএসআইআর-এর গোল্ডেন জুবিলি পালন উপলক্ষ্যে এবং বিজ্ঞান গবেষণায় বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে বিসিএসআইআর আয়োজিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন করা হয়। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা ইনস্টিটিউটের পাশাপাশি বিশ্বের প্রায় ৩০টির অধিক দেশের বিশেষ করে আমেরিকা, চীন, জাপান, অস্ট্রেলিয়া, ভারত, কোরিয়া, বৃটেন ও অন্যান্য দেশের প্রায় শতাধিক বিজ্ঞানী ও গবেষকসহ সহস্রাধিক গবেষক এই বৈজ্ঞানিক সম্মেলনে তাদের গবেষণা কর্ম তুলে ধরবেন।

এই সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয় হলো চিকিৎসা গবেষণায় ২০১৬ সালে নোবেল বিজয়ী জাপানি বিজ্ঞানী ডা. ইউসিনরি ওসুমু অসুস্থতা জনিত কারণে স্ব-শরীরে উপস্থিত হতে না পারায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে অনলাইনে তার ৩০ বছরের গবেষণা জীবন ও নোবেল প্রাপ্তির বিষয়টি উল্লেখ করেন। তিনি মনে করেন, একজন তরুণ বিজ্ঞানী যদি ইচ্ছে করে, সে দেশ বা বিশ্বের জন্য কিছু করে দেখাবে তা সে গবেষণার মাধ্যমে করতে পারে। একই সঙ্গে তিনি অর্জিত জ্ঞানকে গবেষণার মাধ্যমে বাস্তবে প্রয়োগের উপর বিশেষ গুরত্বারোপ করেন।

বিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি বলেন, এই সম্মেলনের মাধ্যমে বিভিন্ন উদীয়মান বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময় বৃদ্ধি করবে এবং বিভিন্ন দেশের গবেষণা সংস্থাগুলোর মধ্যে সংযোগ সাধন করবে।

বিজ্ঞান যেহেতু একটি উন্মুক্ত বিষয় তাই এটি উন্মুক্ত ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়তে অবদান রাখবে। অনুষ্ঠানে চিফ প্যাট্রোন হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, এ দেশের মানুষের কল্যাণে এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে আরও উচ্চতায় নিয়ে যেতে বিসিএসআইআর’র সকল বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবকদের মেধাশক্তি কাজে লাগাতে হবে। সভাপতির বক্তব্যে বিসিএসআইআর’র চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ বলেন, বাংলাদেশে বিজ্ঞানকে সামনে এগিয়ে নিতে বিসিএসআইআর গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই লক্ষ্যে বিসিএসআইআর কংগ্রেস-২০২৩ আরও অগ্রণী ভূমিকা রাখবে। তিনি বলেন, এই সম্মেলনে বিদেশ থেকে আগত বিজ্ঞানীদের মাধ্যমে দেশের তরুণ বিজ্ঞানীরা উপকৃত হবেন।

বিজনেস বাংলাদেশ/BH

ট্যাগ :

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞানের অগ্রযাত্রার বিকল্প নেই

প্রকাশিত : ০৮:৫৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞানের অগ্রযাত্রার কোনো বিকল্প নেই, তাই বৈজ্ঞানিক গবেষণাকে আরও গুরুত্ব দিতে দেশের বিজ্ঞানীদের আহ্বান জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
শুক্রবার বিসিএসআইআর-এর সম্মেলনের (কংগ্রেস-২০২৩) উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিসিএসআইআর-এর গোল্ডেন জুবিলি পালন উপলক্ষ্যে এবং বিজ্ঞান গবেষণায় বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে বিসিএসআইআর আয়োজিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন করা হয়। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা ইনস্টিটিউটের পাশাপাশি বিশ্বের প্রায় ৩০টির অধিক দেশের বিশেষ করে আমেরিকা, চীন, জাপান, অস্ট্রেলিয়া, ভারত, কোরিয়া, বৃটেন ও অন্যান্য দেশের প্রায় শতাধিক বিজ্ঞানী ও গবেষকসহ সহস্রাধিক গবেষক এই বৈজ্ঞানিক সম্মেলনে তাদের গবেষণা কর্ম তুলে ধরবেন।

এই সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয় হলো চিকিৎসা গবেষণায় ২০১৬ সালে নোবেল বিজয়ী জাপানি বিজ্ঞানী ডা. ইউসিনরি ওসুমু অসুস্থতা জনিত কারণে স্ব-শরীরে উপস্থিত হতে না পারায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে অনলাইনে তার ৩০ বছরের গবেষণা জীবন ও নোবেল প্রাপ্তির বিষয়টি উল্লেখ করেন। তিনি মনে করেন, একজন তরুণ বিজ্ঞানী যদি ইচ্ছে করে, সে দেশ বা বিশ্বের জন্য কিছু করে দেখাবে তা সে গবেষণার মাধ্যমে করতে পারে। একই সঙ্গে তিনি অর্জিত জ্ঞানকে গবেষণার মাধ্যমে বাস্তবে প্রয়োগের উপর বিশেষ গুরত্বারোপ করেন।

বিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি বলেন, এই সম্মেলনের মাধ্যমে বিভিন্ন উদীয়মান বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময় বৃদ্ধি করবে এবং বিভিন্ন দেশের গবেষণা সংস্থাগুলোর মধ্যে সংযোগ সাধন করবে।

বিজ্ঞান যেহেতু একটি উন্মুক্ত বিষয় তাই এটি উন্মুক্ত ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়তে অবদান রাখবে। অনুষ্ঠানে চিফ প্যাট্রোন হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, এ দেশের মানুষের কল্যাণে এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে আরও উচ্চতায় নিয়ে যেতে বিসিএসআইআর’র সকল বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবকদের মেধাশক্তি কাজে লাগাতে হবে। সভাপতির বক্তব্যে বিসিএসআইআর’র চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ বলেন, বাংলাদেশে বিজ্ঞানকে সামনে এগিয়ে নিতে বিসিএসআইআর গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই লক্ষ্যে বিসিএসআইআর কংগ্রেস-২০২৩ আরও অগ্রণী ভূমিকা রাখবে। তিনি বলেন, এই সম্মেলনে বিদেশ থেকে আগত বিজ্ঞানীদের মাধ্যমে দেশের তরুণ বিজ্ঞানীরা উপকৃত হবেন।

বিজনেস বাংলাদেশ/BH