‘সন্ত্রাস, দখলদারিত্ব, শিক্ষা বাণিজ্য, ও অনিয়মের বিরুদ্ধের মিছিলের সামিল হও’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্র ইউনিয়নের ৩৩তম সম্মেলন আগামী ১৯ মার্চ সকাল ১০টায় চবির কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রবিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় ছাত্র ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন বিষয়টি নিশ্চিত করেছেন চবি ছাত্র ইউনিয়নের সভাপতি প্রতদূর নাফাক।
এ ছাড়া উপস্থিত ছিলেন, চবি ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক ইফাজ উদ্দিন আহমেদ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সুদীপ্ত চাকমা, সাংসদ নয়ন কৃষ্ণ সাহা।
এ সময়ে চবি ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক ইফাজ উদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতা পরবর্তী দীর্ঘ যাত্রায় বাংলাদেশ তার মূল লক্ষ্য থেকে অনবরত দূরে সরে যাচ্ছে, যার ফলে দেশের অভ্যন্তরে গণতন্ত্রহীনতা, সাম্প্রদায়িকতা, স্বৈরাচারীতা, শোষণ, বঞ্চনা এবং জাতিগত নিপীড়ন প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন শাসকগোষ্ঠী কিভাবে তাদের বিরোধী মতকে দমিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে এবং অনেকাংশেই শাসকেরা তাদের নীলনকশা বাস্তবায়ন করে চলেছে। কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার ঐতিহাসিক দায় থেকে মনে করে দেশের এমন সংকটময় পরিস্থিতিতে ছাত্র সমাজ তার দায় এড়িয়ে যেতে পারেনা।
তিনি বলেন, একটি শোষণ-বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েমের লক্ষ্যে এবং সকল প্রকার জাতিগত নিপীড়ন ও সাম্প্রদায়িক হামলার প্রতিরোধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে আগামী দিনের সকল প্রতিকূল এবং অচলাবস্থার পরিবর্তন করতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে আগামী ১৯ মার্চ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের ৩৩ তম কাউন্সিল অনুষ্ঠিত হবে।
এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংগঠনের সেক্রেটারি মাহি শাহরিয়ার রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবিরা গায়িন। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত থাকবেন।


























