দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে গ্রেফতার করা হয়েছেন। মঙ্গলবার দুপুরে কুয়ালালামপুর থেকে তাকে গ্রেফতার হয়। তার আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন।
নাজিবের আইনজীবী জানিয়েছেন, তার বিরুদ্ধে বুধবার চার্জ গঠন করা হতে পারে। এর আগে নাজিব রাজাক এবং তার স্ত্রী রোজমা মানসুরের মালিকানাধীন বিভিন্ন বাড়ি থেকে প্রায় ২৭ কোটি ৩০ লাখ ডলার মূল্যের স্বর্ণালংকার, নগদ অর্থ এবং হ্যান্ডব্যাগ বাজেয়াপ্ত করে পুলিশ।
ওয়ানএমডিবি নামের একটি রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের দুর্নীতির তদন্তের অংশ হিসেবে এগুলো জব্দ করা হয়। জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে ১৬ লাখ ডলার মূল্যের স্বর্ণ এবং হীরার নেকলেস, ১৪টি টায়রা, ১৪০০ নেকলেস, ৫৬৭ হ্যান্ডব্যাগ, ৪২৩টি ঘড়ি, ২২০০টি আংটি, ১৬০০ ব্রোচ এবং ২৩৪টি সানগ্লাস। পুলিশ বলছে, মালয়েশিয়ার ইতিহাসে একবারে এত বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী কখনো বাজেয়াপ্ত হয়নি।
বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে তাকে আদালতে হাজির করা হবে। মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন জানিয়েছে, কুয়ালালামপুরের ব্যক্তিগত বাসভবন থেকে তাকে আটক কর হয়।
এ বছর নির্বাচনে রাজনৈতিক গুরু ডা. মাহাথির মোহাম্মদের কাছে হেরে যান নাজিব রাজাক। ক্ষমতাগ্রহণের পরই নাজিবের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন মাহাথির। নাজিব রাজাকের বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন দামী জিনিসপত্র জব্দ করা হয়। নাজিব রাজ্জাকের ওপর দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
























