০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুলাই ২০২৪

৩০ বেসরকারি প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি

বাজার নিয়ন্ত্রণে ৩০টি বেসরকারি প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। ৪৯ হাজার টন সিদ্ধ এবং ৩৪ হাজার টন আতপ চাল আমদানি করবে এই প্রতিষ্ঠানগুলো। বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) খাদ্য মন্ত্রণালয় থেকে এই ৩০ প্রতিষ্ঠানকে ৮৩ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয়ার অনুরোধ জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

মো. ইসমাইল হোসেন জানান, আমনের শেষ আর বোরো চাষ শুরু হওয়ার মাঝে এক থেকে দেড় মাস চালের চাহিদা আর সরবরাহে ঘাটতি থাকে। তাই এসময় সিন্ডিকেট করে চালের দাম বাড়ানোর চেষ্টা করে ব্যবসায়ীরা। চাহিদা মেটানোর পাশাপাশি বাজারের সিন্ডিকেট ভাঙতে চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।

খাদ্য সচিব জানিয়েছেন, প্রতিষ্ঠানগুলোকে আমদানি করা বস্তায় চাল বিক্রি করতে হবে। অন্য নামে বাজারজাত করা যাবে না। আমদানি করা চালে ভাঙা দানা সর্বোচ্চ ৫ শতাংশের বেশি থাকতে পারবে না। আগামী ২৫ এপ্রিলের মধ্যে পুরো চাল দেশে বাজারজাত করতে হবে। চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাত করার তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে।

বিজনেস বাংলাদেশ/BH

ট্যাগ :

৩০ বেসরকারি প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি

প্রকাশিত : ০৭:২৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

বাজার নিয়ন্ত্রণে ৩০টি বেসরকারি প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। ৪৯ হাজার টন সিদ্ধ এবং ৩৪ হাজার টন আতপ চাল আমদানি করবে এই প্রতিষ্ঠানগুলো। বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) খাদ্য মন্ত্রণালয় থেকে এই ৩০ প্রতিষ্ঠানকে ৮৩ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয়ার অনুরোধ জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

মো. ইসমাইল হোসেন জানান, আমনের শেষ আর বোরো চাষ শুরু হওয়ার মাঝে এক থেকে দেড় মাস চালের চাহিদা আর সরবরাহে ঘাটতি থাকে। তাই এসময় সিন্ডিকেট করে চালের দাম বাড়ানোর চেষ্টা করে ব্যবসায়ীরা। চাহিদা মেটানোর পাশাপাশি বাজারের সিন্ডিকেট ভাঙতে চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।

খাদ্য সচিব জানিয়েছেন, প্রতিষ্ঠানগুলোকে আমদানি করা বস্তায় চাল বিক্রি করতে হবে। অন্য নামে বাজারজাত করা যাবে না। আমদানি করা চালে ভাঙা দানা সর্বোচ্চ ৫ শতাংশের বেশি থাকতে পারবে না। আগামী ২৫ এপ্রিলের মধ্যে পুরো চাল দেশে বাজারজাত করতে হবে। চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাত করার তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে।

বিজনেস বাংলাদেশ/BH