০৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

গুরবাজকে অর্থ সাহায্য করলো অটোচালক

ভারতে আইপিএল খেলতে এসেছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রহমানুল্লা গুরবাজ। কলকাতা নাইট রাইডর্স (কেকেআর) দলের হয়ে খেলছেন তিনি। আপাতত রয়েছেন বিশাখাপত্তমে। সেখানে অটোয় করে ঘুরতে বের হন তিনি। কিন্তু সঙ্গে রুপি নিয়ে যেতে ভুলে যান। তবে তাকে চিনতে পেরে অটোচালক ভাড়া তো নিলেনই না, সঙ্গে বাড়ি ফেরার জন্য অর্থ সাহায্যও করেন।

রোববার কেকেআর এবং গুরবাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, রুপি ছাড়া ঘুরতে বেরিয়েছেন তিনি। আসলে একটু আনন্দ পেতেই ঘুরতে বের হয়েছিলেন গুরবাজ। সেই কারণে পুরো ঘটনার ভিডিও করেন তিনি। তবে গুরবাজের কাছে রুপি না থাকায় অটোচালক যে তাকে অর্থ সাহায্য করবেন, তা ভাবেননি আফগান ক্রিকেটার।

কেকেআরের শেষ ম্যাচ ছিল বেঙ্গালুরুতে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সেই ম্যাচে হারিয়ে নাইটরা এখন বিশাখাপত্তনমে। সেখানেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবেন গুরবাজরা। ৩ এপ্রিল সেই ম্যাচ অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

গুরবাজকে অর্থ সাহায্য করলো অটোচালক

প্রকাশিত : ০৭:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

ভারতে আইপিএল খেলতে এসেছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রহমানুল্লা গুরবাজ। কলকাতা নাইট রাইডর্স (কেকেআর) দলের হয়ে খেলছেন তিনি। আপাতত রয়েছেন বিশাখাপত্তমে। সেখানে অটোয় করে ঘুরতে বের হন তিনি। কিন্তু সঙ্গে রুপি নিয়ে যেতে ভুলে যান। তবে তাকে চিনতে পেরে অটোচালক ভাড়া তো নিলেনই না, সঙ্গে বাড়ি ফেরার জন্য অর্থ সাহায্যও করেন।

রোববার কেকেআর এবং গুরবাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, রুপি ছাড়া ঘুরতে বেরিয়েছেন তিনি। আসলে একটু আনন্দ পেতেই ঘুরতে বের হয়েছিলেন গুরবাজ। সেই কারণে পুরো ঘটনার ভিডিও করেন তিনি। তবে গুরবাজের কাছে রুপি না থাকায় অটোচালক যে তাকে অর্থ সাহায্য করবেন, তা ভাবেননি আফগান ক্রিকেটার।

কেকেআরের শেষ ম্যাচ ছিল বেঙ্গালুরুতে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সেই ম্যাচে হারিয়ে নাইটরা এখন বিশাখাপত্তনমে। সেখানেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবেন গুরবাজরা। ৩ এপ্রিল সেই ম্যাচ অনুষ্ঠিত হবে।