রাজধানীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযদ্ধে’ অজ্ঞাত দুই ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে বাড্ডা সাতারকুল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
সকাল ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের একজনের আনুমানিক বয়স (৩০) ও অপরজনের বয়স (৩৫) হবে বলে ধারণা করছে পুলিশ।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদ জানান, ভোর রাত সাড়ে ৩টার দিকে বাড্ডা সাতারকুল এলাকার প্রজাপতি গার্ডেন সংলগ্ন নির্মাণাধীন ভবনের সামনে গোয়েন্দা পুলিশের সঙ্গে একদল সন্ত্রাসীর গুলিবিনিময় হয়। এ সময় তারা গুলিবিদ্ধ হয়।
পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকাল ৬টার দিকে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

























