১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুলাই ২০২৪

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন সহ ৫ যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (১ মে) রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাইভেটকারটি ঢাকা থেকে ফিরছিল। বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ট্রাকটি হরিতলা নামক স্থানে পৌঁছালে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।

ওসি জানান, দুর্ঘটনার কবলে পড়ে প্রাইভেটকারের ৫ যাত্রীর সবাই ঘটনাস্থলেই মারা যান। ৫ জনের মধ্যে একজন নারী রয়েছে বলেও জানান তিনি। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজনেস বাংলাদেশ/একে

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫

প্রকাশিত : ১০:৩৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন সহ ৫ যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (১ মে) রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাইভেটকারটি ঢাকা থেকে ফিরছিল। বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ট্রাকটি হরিতলা নামক স্থানে পৌঁছালে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।

ওসি জানান, দুর্ঘটনার কবলে পড়ে প্রাইভেটকারের ৫ যাত্রীর সবাই ঘটনাস্থলেই মারা যান। ৫ জনের মধ্যে একজন নারী রয়েছে বলেও জানান তিনি। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজনেস বাংলাদেশ/একে