০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

কত শতাংশ ভোট পড়েছে, জানালেন সিইসি

ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে ভোট পড়ার প্রকৃত সংখ্যা আরও কিছু সময় পর জানা যাবে বলেও জানালেন তিনি।

বুধবার (৮ মে) বিকেল পৌনে ৫টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

কাজী হাবিবুল আউয়াল বলেন, “শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। কিছু অনিয়ম সংঘাতের মতো ঘটনা ঘটেছে। দুটি কেন্দ্র বন্ধ করা হয়েছে। ৩৪টি ঘটনা ঘটেছে যাতে ৩৭ জন আহত হয়েছেন। এর সবই হয়েছে কেন্দ্রের বাইরে।”

এর আগে, দুপুর ১২টা পর্যন্ত ১৫-২০ শতাংশ ভোট পড়েছিল বলে জানিয়েছিলেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম।

বুধবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম ধাপের এ উপজেলা নির্বাচনে মোট ১৩৯ উপজেলায় ভোট হচ্ছে। এর মধ্যে ২২টিতে ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট গ্রহণ হয়েছে।

এ নির্বাচনে ৫৭০ জন চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম ধাপে চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১০ করে অর্থাৎ ২৮ জন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ড প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

কত শতাংশ ভোট পড়েছে, জানালেন সিইসি

প্রকাশিত : ০৬:৩২:১০ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে ভোট পড়ার প্রকৃত সংখ্যা আরও কিছু সময় পর জানা যাবে বলেও জানালেন তিনি।

বুধবার (৮ মে) বিকেল পৌনে ৫টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

কাজী হাবিবুল আউয়াল বলেন, “শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। কিছু অনিয়ম সংঘাতের মতো ঘটনা ঘটেছে। দুটি কেন্দ্র বন্ধ করা হয়েছে। ৩৪টি ঘটনা ঘটেছে যাতে ৩৭ জন আহত হয়েছেন। এর সবই হয়েছে কেন্দ্রের বাইরে।”

এর আগে, দুপুর ১২টা পর্যন্ত ১৫-২০ শতাংশ ভোট পড়েছিল বলে জানিয়েছিলেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম।

বুধবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম ধাপের এ উপজেলা নির্বাচনে মোট ১৩৯ উপজেলায় ভোট হচ্ছে। এর মধ্যে ২২টিতে ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট গ্রহণ হয়েছে।

এ নির্বাচনে ৫৭০ জন চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম ধাপে চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১০ করে অর্থাৎ ২৮ জন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ