০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ০৭ জুলাই ২০২৪

তাসকিনের চোট, যা বলছেন চিকিৎসক

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষটির আগে চোটে পড়েছেন পেসার তাসকিন আহমেদ। যে কারণে সিরিজের শেষ ম্যাচে একাদশে নেই তিনি।

জানা গেছে, ম্যাচ শুরুর আগে অনুশীলনে চোটে পড়েন তিনি। তবে চোট কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি।

তাসকিনের চোট নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর ভাষ্য, ‘তাসকিন শেষ ম্যাচে বোলিং করতে গিয়ে পাঁজরে কিছুটা ব্যথা অনুভব করে। সেই ব্যথা সকালেও ছিল, যে কারণে ম্যাচ খেলানো হয়নি। সে পর্যবেক্ষণে রয়েছে। ম্যাচ শেষে আমরা একটা স্ক্যান করে দেখব কি অবস্থা।’

এর আগে, গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই কাঁধের চোটে ভোগাচ্ছেন তাসকিন। চোট নিয়েই বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে খেলেন। এরপর প্রায় আড়াই মাস বিশ্রামে ছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজেও খেলা হয়নি তার।

সবশেষ জিম্বাবুয়ে সিরিজে প্রথম ৪ ম্যাচে খেলেছেন। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেছেন তিনি।

বিজনেস বাংলাদেশ/এক

২০ সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা, উন্নয়ন প্রকল্প আলোচনা

তাসকিনের চোট, যা বলছেন চিকিৎসক

প্রকাশিত : ১২:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষটির আগে চোটে পড়েছেন পেসার তাসকিন আহমেদ। যে কারণে সিরিজের শেষ ম্যাচে একাদশে নেই তিনি।

জানা গেছে, ম্যাচ শুরুর আগে অনুশীলনে চোটে পড়েন তিনি। তবে চোট কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি।

তাসকিনের চোট নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর ভাষ্য, ‘তাসকিন শেষ ম্যাচে বোলিং করতে গিয়ে পাঁজরে কিছুটা ব্যথা অনুভব করে। সেই ব্যথা সকালেও ছিল, যে কারণে ম্যাচ খেলানো হয়নি। সে পর্যবেক্ষণে রয়েছে। ম্যাচ শেষে আমরা একটা স্ক্যান করে দেখব কি অবস্থা।’

এর আগে, গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই কাঁধের চোটে ভোগাচ্ছেন তাসকিন। চোট নিয়েই বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে খেলেন। এরপর প্রায় আড়াই মাস বিশ্রামে ছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজেও খেলা হয়নি তার।

সবশেষ জিম্বাবুয়ে সিরিজে প্রথম ৪ ম্যাচে খেলেছেন। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেছেন তিনি।

বিজনেস বাংলাদেশ/এক