০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

রাজৈরে সিএজি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ দিন ব্যাপী কার্যক্রমের উদ্ভোদন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) এর কার্যালয়ের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ (তিন) দিন ব্যাপী (১২-১৪ মে, ২০২৪ খ্রি.) বিশেষ সেবা কার্যক্রমের শুভ উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মাদারীপুর জেলার রাজৈর উপজেলার উপজেলা হিসাবরক্ষণ অফিসারের কার্যালয়ে ৷ উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলার নির্বাহী অফিসার জনাব উপমা ফারিসা৷ বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সাইফুল ইসলাম৷ অনুষ্ঠানে উপজেলার অফিসারবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানের সভাপতি উপজেলা হিসাবরক্ষণ অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম বলেন, উপজেলা হিসাবরক্ষণ অফিস সরকারি কর্মকর্তা-কর্মচারীগণের বেতন-ভাতাদি, পেনশনভোগীগণের পেনশনসহ অন্যান্য সেবা দিয়ে আসছে৷ তারপরও, ৩ দিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রমে যেসব প্রদান করা হবে তা হলো-সম্মানিত পেনশনারগণের লাইফ ভেরিফিকেশন,লাইফ ভেরিফিকেশন App সম্পর্কে অবহিতকরণ ও হাতেকলেমে প্রশিক্ষণ,ওয়ান স্টপ সার্ভিস, হেল্পডেক্স, কলসেন্টার ও ওয়েবসাইট সম্পর্কে অবহিতকরণ
,পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ (প্রাপ্যতা, মঞ্জুরি, নমিনি ইত্যাদি) বিষয়ক পরামর্শ প্রদান,পুনঃস্থাপিত পেনশন প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রাপ্যতা ও করণীয় বিষয়ক পরামর্শ প্রদান, প্রতিবন্ধী সন্তান ও এর প্রাপ্যতা ও করণীয় বিষয়ক সর্বশেষ বিধি-বিধানের আলোকে পরামর্শ প্রদান,পেনশন ইএফটি সংক্রান্ত পরামর্শ প্রদান, সম্মানিত পেনশনারগণের বিভিন্ন তথ্য সংশোধন ও পরিবর্তন (ব্যাংক হিসাব নম্বর, মোবাইল নম্বর, নমিনি ইত্যাদি) সংক্রান্ত সেবা ও পরামর্শ প্রদান, ডিডিওগণ কর্তৃক অনলাইনে সামারি বিল দাখিল এবং এ সংক্রান্ত প্রযোজ্য ডকুমেন্টস বিষয়ক পরামর্শ প্রদান, সরকারি কর্মচারীগণ কর্তৃক জিপিএফ হিসাব খোলা, নমিনি এন্ট্রি, নমিনি পরিবর্তন বিষয়ক সেবা ও পরামর্শ প্রদান, সরকারি কর্মচারীগণ কর্তৃক জিপিএফ অগ্রিম গ্রহণ, চূড়ান্ত পরিশোধ বিষয়ক সেবা ও পরামর্শ প্রদান, অনলাইনে টিএ এবং ডিএ বিল দাখিল প্রক্রিয়া অবহিতকরণ, সরকারি কর্মচারীগণ কর্তৃক বেতন-বিল দাখিল, এলপিসি, শিক্ষা ভাতা, ফিক্সেশন, ইএলপিসি সংক্রান্ত সেবা, নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়াসমূহ এবং প্রাক-নিরীক্ষা ও নিরীক্ষার মধ্যে সম্পর্ক বিষয়ে অবহিতকরণ, আইবাস++ সংক্রান্ত অন্যান্য সেবাসমূহ ৷

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

রাজৈরে সিএজি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ দিন ব্যাপী কার্যক্রমের উদ্ভোদন

প্রকাশিত : ০৬:০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) এর কার্যালয়ের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ (তিন) দিন ব্যাপী (১২-১৪ মে, ২০২৪ খ্রি.) বিশেষ সেবা কার্যক্রমের শুভ উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মাদারীপুর জেলার রাজৈর উপজেলার উপজেলা হিসাবরক্ষণ অফিসারের কার্যালয়ে ৷ উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলার নির্বাহী অফিসার জনাব উপমা ফারিসা৷ বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সাইফুল ইসলাম৷ অনুষ্ঠানে উপজেলার অফিসারবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানের সভাপতি উপজেলা হিসাবরক্ষণ অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম বলেন, উপজেলা হিসাবরক্ষণ অফিস সরকারি কর্মকর্তা-কর্মচারীগণের বেতন-ভাতাদি, পেনশনভোগীগণের পেনশনসহ অন্যান্য সেবা দিয়ে আসছে৷ তারপরও, ৩ দিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রমে যেসব প্রদান করা হবে তা হলো-সম্মানিত পেনশনারগণের লাইফ ভেরিফিকেশন,লাইফ ভেরিফিকেশন App সম্পর্কে অবহিতকরণ ও হাতেকলেমে প্রশিক্ষণ,ওয়ান স্টপ সার্ভিস, হেল্পডেক্স, কলসেন্টার ও ওয়েবসাইট সম্পর্কে অবহিতকরণ
,পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ (প্রাপ্যতা, মঞ্জুরি, নমিনি ইত্যাদি) বিষয়ক পরামর্শ প্রদান,পুনঃস্থাপিত পেনশন প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রাপ্যতা ও করণীয় বিষয়ক পরামর্শ প্রদান, প্রতিবন্ধী সন্তান ও এর প্রাপ্যতা ও করণীয় বিষয়ক সর্বশেষ বিধি-বিধানের আলোকে পরামর্শ প্রদান,পেনশন ইএফটি সংক্রান্ত পরামর্শ প্রদান, সম্মানিত পেনশনারগণের বিভিন্ন তথ্য সংশোধন ও পরিবর্তন (ব্যাংক হিসাব নম্বর, মোবাইল নম্বর, নমিনি ইত্যাদি) সংক্রান্ত সেবা ও পরামর্শ প্রদান, ডিডিওগণ কর্তৃক অনলাইনে সামারি বিল দাখিল এবং এ সংক্রান্ত প্রযোজ্য ডকুমেন্টস বিষয়ক পরামর্শ প্রদান, সরকারি কর্মচারীগণ কর্তৃক জিপিএফ হিসাব খোলা, নমিনি এন্ট্রি, নমিনি পরিবর্তন বিষয়ক সেবা ও পরামর্শ প্রদান, সরকারি কর্মচারীগণ কর্তৃক জিপিএফ অগ্রিম গ্রহণ, চূড়ান্ত পরিশোধ বিষয়ক সেবা ও পরামর্শ প্রদান, অনলাইনে টিএ এবং ডিএ বিল দাখিল প্রক্রিয়া অবহিতকরণ, সরকারি কর্মচারীগণ কর্তৃক বেতন-বিল দাখিল, এলপিসি, শিক্ষা ভাতা, ফিক্সেশন, ইএলপিসি সংক্রান্ত সেবা, নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়াসমূহ এবং প্রাক-নিরীক্ষা ও নিরীক্ষার মধ্যে সম্পর্ক বিষয়ে অবহিতকরণ, আইবাস++ সংক্রান্ত অন্যান্য সেবাসমূহ ৷

বিজনেস বাংলাদেশ/বিএইচ