বিশ্বাস করো
চায়ে আমার নেশা নেই
সিগারেট বলো
লিক্যুয়ার বলো
কখনো ছুঁয়েও দেখিনি
কালে ভদ্রে আমি শুধু
কফিতে চুমুক দিয়েছি।
অনেকের অনেক রকম নেশা থাকে
আমি কোন নেশাগ্রস্ত নই।
আমার পরিচিত মহলে
অনেকে আছে যারা
সারাদিন সিগারেটের ধোঁয়ায়
বুঁদ হয়ে থাকে
কেউ কেউ লিক্যুয়ার হাতে
ঢুলুঢুলু করে
অন্য নারীতে
হারানো স্বপ্ন খোঁজে
অবৈধ পথে
সম্পদের পাহাড় গড়ে।
কেউ আছে
সারাক্ষণ বই নিয়ে পড়ে আছে
কেউ পর্বতে উঠে
গান গায়
সারাদিন শুধু শপিং করে
ঘুমের ওষুধ খেয়েও
অনেকে সারারাত জেগে থাকে।
আমি কোন নেশাগ্রস্ত নই
আমি শুধু তোমাতে ডুবে থাকি
গভীর আচ্ছন্নতায়
গাঢ় মগ্নতায়
মুগ্ধতায়।
নেশা বলো
আবিষ্ট বলো
বা যা ইচ্ছে বলতে পারো
আমি শুধু তোমাতে আক্রান্ত।