০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

আদিত্য আরাফাত পেলেন দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০

অনুসন্ধানী সাংবাদিকতায় দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০ বিজয়ী হয়েছেন ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি আদিত্য আরাফাত। বিজ্ঞ জুরী বোর্ডের বিবেচনায় ওই বছরে সারা দেশের মধ্যে ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে তিনি এ পুরষ্কারের জন্য নির্বাচিত হন। ওই বছরে এ ক্যাটাগরিতে সারাদেশে তিনজন এবং প্রিন্ট-অনলাইন পত্রিকার তিনজনসহ মোট ছয়জন নির্বাচিত হন।একইভাবে ২০২১ সালে দুই ক্যাটাগরিতে মোট ছয়জন নির্বাচিত হন। সোমবার (১০ জুন) ২০২০ এবং ২০২১ সালের দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সারা দেশে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় দুই ক্যাটাগরিতে দুই বছরের বিজয়ী ১২ সাংবাদিকের নাম ঘোষণা করা হয়। আজ দুপুরে দুদকের সদর দপ্তরে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ী সাংবাদিকদের হাতে সনদ, ক্রেস্ট এবং চেক তুলে দেয়া হয়। তবে আদিত্য আরাফাত বিদেশে থাকায় দেশে আসার পরে পুরষ্কার নেবেন বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন। দুই বছরে বিজয়ী সাংবাদিকদের হাতে পুরষ্কার তুলে দেন দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ, কমিশনারদ্বয় জহুরুল হক এবং আছিয়া খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুদক সচিব খোরশেদা ইয়াছমিন। ২০২০ সালের সেপ্টেম্বরে পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পে পাম্প কেনায় দুর্নীতি নিয়ে আদিত্য আরাফাতের একটি অনুসন্ধান প্রতিবেদন সম্প্রচার ডিবিসি নিউজে। এরপর ওই প্রতিবেদনের আলোকে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। পরে দায়ীদের বিরুদ্ধে মামলাও করে। উল্লেখ্য আদিত্য আরাফাত ২০১৩ সালে প্রথমবার দুদক মিডিয়া অ্যাওয়ার্ড বিজয়ী হন।

ট্যাগ :

আদিত্য আরাফাত পেলেন দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০

প্রকাশিত : ০৯:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪

অনুসন্ধানী সাংবাদিকতায় দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০ বিজয়ী হয়েছেন ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি আদিত্য আরাফাত। বিজ্ঞ জুরী বোর্ডের বিবেচনায় ওই বছরে সারা দেশের মধ্যে ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে তিনি এ পুরষ্কারের জন্য নির্বাচিত হন। ওই বছরে এ ক্যাটাগরিতে সারাদেশে তিনজন এবং প্রিন্ট-অনলাইন পত্রিকার তিনজনসহ মোট ছয়জন নির্বাচিত হন।একইভাবে ২০২১ সালে দুই ক্যাটাগরিতে মোট ছয়জন নির্বাচিত হন। সোমবার (১০ জুন) ২০২০ এবং ২০২১ সালের দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সারা দেশে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় দুই ক্যাটাগরিতে দুই বছরের বিজয়ী ১২ সাংবাদিকের নাম ঘোষণা করা হয়। আজ দুপুরে দুদকের সদর দপ্তরে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ী সাংবাদিকদের হাতে সনদ, ক্রেস্ট এবং চেক তুলে দেয়া হয়। তবে আদিত্য আরাফাত বিদেশে থাকায় দেশে আসার পরে পুরষ্কার নেবেন বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন। দুই বছরে বিজয়ী সাংবাদিকদের হাতে পুরষ্কার তুলে দেন দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ, কমিশনারদ্বয় জহুরুল হক এবং আছিয়া খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুদক সচিব খোরশেদা ইয়াছমিন। ২০২০ সালের সেপ্টেম্বরে পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পে পাম্প কেনায় দুর্নীতি নিয়ে আদিত্য আরাফাতের একটি অনুসন্ধান প্রতিবেদন সম্প্রচার ডিবিসি নিউজে। এরপর ওই প্রতিবেদনের আলোকে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। পরে দায়ীদের বিরুদ্ধে মামলাও করে। উল্লেখ্য আদিত্য আরাফাত ২০১৩ সালে প্রথমবার দুদক মিডিয়া অ্যাওয়ার্ড বিজয়ী হন।