০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

হাহাকার

  • Z R Zia
  • প্রকাশিত : ০৫:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • 43

আইল্যান্ডের মাঝে ময়ূর নীল চেরীগুলো
বাতাসে মৃদু দোল খাচ্ছে
এগুলো বয়ে বেড়ানো দুঃখের মত।

খুব ব্যথা দেয় না বলে
ফেলে দিতে পারিনি আজও
সংগোপনে বয়ে বেড়াই
প্রিয় মানুষের দেয়া সযত্ন এ উপহার।

পোষা খরগোশ হয়ে
থাকুক না কিছু দুঃখ ব্যথা
ইচ্ছে মত দোল খাক বুকজুড়ে।

সাদা চেরীগুলো সদ্য প্রেমের মত
প্রেয়সীর সুগন্ধি ওড়নার মত
বাতাসে দোল খায়
বুকের কোনায় দোল দেয়
ভীষণ শুভ্রতায়
দারুণ মুগ্ধতায়।

বেদনাহত নীল চেরী
আমার প্রিয় প্রাক্তন
শুভ্রতায় মাখামাখি সাদা চেরী
আমার প্রিয় প্রেয়সী
দোল খাক
এ শহরে জীবনে
অকৃত্রিম প্রেম হয়ে
থাকুক পোষমানা ঘুঘুর মত
হাহাকার তুলে ডাকুক দুপুর বেলায়।

বিজেনস বাংলাদেশ/DS

ট্যাগ :
জনপ্রিয়

হাহাকার

প্রকাশিত : ০৫:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪

আইল্যান্ডের মাঝে ময়ূর নীল চেরীগুলো
বাতাসে মৃদু দোল খাচ্ছে
এগুলো বয়ে বেড়ানো দুঃখের মত।

খুব ব্যথা দেয় না বলে
ফেলে দিতে পারিনি আজও
সংগোপনে বয়ে বেড়াই
প্রিয় মানুষের দেয়া সযত্ন এ উপহার।

পোষা খরগোশ হয়ে
থাকুক না কিছু দুঃখ ব্যথা
ইচ্ছে মত দোল খাক বুকজুড়ে।

সাদা চেরীগুলো সদ্য প্রেমের মত
প্রেয়সীর সুগন্ধি ওড়নার মত
বাতাসে দোল খায়
বুকের কোনায় দোল দেয়
ভীষণ শুভ্রতায়
দারুণ মুগ্ধতায়।

বেদনাহত নীল চেরী
আমার প্রিয় প্রাক্তন
শুভ্রতায় মাখামাখি সাদা চেরী
আমার প্রিয় প্রেয়সী
দোল খাক
এ শহরে জীবনে
অকৃত্রিম প্রেম হয়ে
থাকুক পোষমানা ঘুঘুর মত
হাহাকার তুলে ডাকুক দুপুর বেলায়।

বিজেনস বাংলাদেশ/DS